আমাদের মেয়েরা আন্তর্জাতিক মানের কাছাকাছি: সালাউদ্দিন

এক সময় মালদ্বীপকে ৪/৫ গোল দিয়ে আসতো বাংলাদেশ পুরুষ দল। এখন সেই মালদ্বীপ থেকে ফিরতে হয় উল্টো ৪/৫ গোল খেয়ে। পুরুষ ফুটবল দিন দিন নিচের দিকেই নামছে। তবে আশার আলো ছড়িয়েছে নারী ফুটবল। ক’দিন আগে ঢাকায় অনুর্ধ্ব-১৬ এশিয়া কাপের বাছাই পর্বে প্রতিপক্ষের দলগুলোকে গোল বন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশের মেয়েরা।
মেয়েদের এমন পারফরম্যান্স ও অর্জনে মুগ্ধ কাজী সালাউদ্দিন। তিনি মনে করেন, বাংলাদেশের মেয়েরা প্রায় অর্ন্তজাতিক মানের কাছাকাছি পৌছে গেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে আয়োজিত সাংবাদ সম্মেলনে তিনি বলেন,‘ পরুষ ফুটবলে রাজত্ব করছে ল্যাটিন আমেরিকা ও ইউরোপ। অন্য দিকে নারী ফুটবলে রাজত্ব করছে এশিয়া। আমাদের মেয়েরা এশিয়ার সেরা আটে গেছে। যে কারণে বলতি পারি, আমাদের মেয়েরা প্রায় আর্ন্তজাতিক মানের কাছাকাছি পৌছে গেছে।মেয়েদের অর্জনটা আমাদের কাছে অনেক বড়, আমরা আশা করি তারা আরও উন্নতি করবে। আমরা তাদের নিয়ে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিতে পারবো বলে মনে করি’
আগামী বছর এশিয়া কাপের চূড়ান্ত পর্বের জন্য শুক্রবার থেকে শুরু হয়েছে আবাসিক ক্যাম্প। চূড়ান্ত পর্বের আগে ৫/৬টি প্রস্তুতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। তবে দক্ষিণ এশিয়ার কোনো দলের সঙ্গে নয়, এশিয়ার পরাশক্তি চীন, জাপান বা অন্য কোনো ভালোমানের দলের বিপক্ষে ম্যাচগুলো আয়োজন করবে বাফুফে।এতে একদিকে অনুশীলন ক্যাম্পের উন্নতি যেমন বোঝা যাবে, তেমনি বড় দলের বিপক্ষে খেলার টেম্পারামেন্টও অর্জন করবে মেয়েরা। এমনটাই মনে করেন কাজী সালাউদ্দিন।
বাফুফের সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, বাদল রায়, মহিউদ্দিন মহি, তাবিথ আওয়াল ও মাহফুজা আক্তার কিরণ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন