আমাদের শাকিব বলিউডের কাজ করার যোগ্যতা রাখে : মৌসুমী

সম্প্রতি ইউটিবে প্রকাশিত হয়েছে ঢাকাই ছবির কিং শাকিব খান ও কলকাতার শ্রাবন্তী অভিনীত ‘শিকারি’ ছবির ‘হারাবো তোকে’ শিরোনামের একটি গান। এই গানটি প্রকাশ হওয়ার পর থেকে কলকাতা ও বাংলাদেশে দারুণ প্রশংসিত হচ্ছে।
ইতিমধ্যে গানটিতে শাকিব খানের পরফর্ম দেখে কলকাতার সুপারস্টার দেব উচ্ছ্বসিত প্রশংসা করে একটি ট্যুুইটও করেছেন। এছাড়াও অন্যারাওএ ক’দিন ধরে শাকিব খানের দারুণ দারুণ সব প্রশংসা করে যাচ্ছেন। এবার এ গানটি দেখার পর শাকিব খানের প্রসংঙ্গে উচ্ছ্বসিত প্রশংসা করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের প্রিয়দর্শনি অভিনেত্রী মৌসুমী।
তিনি বলেছেন, ‘অনেকদিন পর শাকিবের একটি ছবির গান দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি বলতে কি, শাকিব বলিউডে কাজ করার যোগ্যতা রাখে’। গানটি প্রকাশ হওয়ার পর এ পর্যন্ত ৩৫ লাখ বার দেখা হয়েছে। যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে রের্কড।
মৌসুমী বলেন, ‘শাকিবের ওই গানটি দেখে মনে হয়েছে শ্রাবন্তীর সঙ্গে একটু বেশি মানিয়েছে। এক কথায় আমাদের শাকিব বলিউডের কাজ করার যোগ্যতা রাখে। সম্প্রতি আরও অনেকের সঙ্গেই তো শাকিবের গান বেরিয়েছে, কিন্তু ‘হারাবো তোকে’ সবদিক থেকে এগিয়ে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন