আমাদের সময় টি২০ থাকলে আমি সাকিবের মতো বিশ্বমানের ক্রিকেটার হতাম

বাংলাদেশের সাবেক তারকা খ্যাত ক্রিকেটার মোহাম্মদ রাফিক আন্তর্জাতিক ক্যারিয়ার যখন শেষ করেছেন, নামের পাশে একটি মাত্র টি২০ ম্যাচ। চুটিয়ে টি২০ খেলতে না পারায় আফসোস তাই থেকেই গেছে তার।
টেস্ট ক্রিকেটে রয়েছে সেঞ্চুরি। পাঁচ উইকেট পেয়েছেন সাতবার। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ইনিংস ৭৭ এবং ১২৫ ম্যাচে রয়েছে ১২৫ উইকেট।
তারপরও নিজেকে টি২০ ক্রিকেটার হিসেবে মনে করেন রফিক। তার সময়ে টি২০ ক্রিকেট থাকলে নাকি সাকিব আল হাসানের মতোই বিশ্বমানের অলরাউন্ডার হতেন তিনি।
গত শুক্রবার কক্সবাজারে ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভালের প্রথম ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সে হয়েছেন ম্যাচসেরা। ম্যাচ শেষে মোহাম্মদ রফিক এমনটাই বলেছেন।
মোহাম্মদ রফিক বলেন, আমাদের সময় টি২০ ছিল না। আমি মূলত টি ২০ ক্রিকেটার। সুযোগ পেলে আমিও সাকিব আল হাসানের মতো টি ২০ ক্রিকেটার হতাম।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন