আমারই ভূল ছিল কোপা আমেরিকায় : নেইমার
কোপা আমেরিকা শেষ হয়ে গেছে আরও অন্তত দুই মাস আগে। চিলির জয়ের মধ্য দিয়ে কোপার আলোচনাও সব শেষ হয়ে গেছে এতদিনে। তবে, দীর্ঘদিন পর এসে লাতিনদের শ্রেষ্ঠত্বের ওই টুর্নামেন্টে পাওয়ার হাউজ ব্রাজিলের করুণ বিদায়ের দায়ভার নিজের ওপর নিলেন বার্সেলোনা স্ট্রাইকার নেইমার দ্য সিলভা জুনিয়র।
কোপা আমেরিকার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ব্রাজিল মুখোমুখি হয়েছিল ফ্যালকাও-হামেসদের কলম্বিয়ার। ম্যাচে ব্রাজিলের হার নিশ্চিত হয়ে গেছে। শেষ বাঁশি বাজিয়ে ফেলেছেন রেফারি। এ সময়ই কলম্বিয়ান কার্লোস বাক্কার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ব্রাজিল তারকা নেইমার। যে কারণে রেফারি লাল কার্ড দেখান নেইমারকে। এরপর ড্রেসিং রুমে যাওয়ার পথ টানেলে নাকি সেই রেফারিকে ধরে গালাগালি করেন নেইমার।
যে কারণে চার ম্যাচ নিষেধাজ্ঞার কবলে পড়েন ব্রাজিলের সেরা তারকাটি। নেইমারকে হারিয়ে ব্রাজিল কোনমতে কোয়ার্টার ফাইনালে উঠলেন, সেখানে প্যারাগুয়ের কাছে টাইব্রেকার নামক ভাগ্যের পরীক্ষায় হেরে বিদায় নেয় ব্রাজিল।
সেই ঘটনার জন্য ভক্ত-দর্শকদের কাছে অনেকদিন পর এসে দুঃখ প্রকাশ করলেন নেইমার। বললেন, ভুলটা আমারই ছিল। ওইদিন নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারিনি। নিয়ন্ত্রণটা রাখতে পারলে, হয়তো এতবড় দুর্ঘটনা আর ঘটতে পারতো না।’
লাল কার্ড এবং চার ম্যাচ নিষেধাজ্ঞার পর বার্সার মাঠে ফিরে আসার পর নেইমার সাংবাদিকদের বলেন, ‘আমি আসলে খুব বেশি হতাশ হইনি ওই ঘটনায়। কারণ ওটা ছিল আসলে আমারই ভূল। ওইদিন আমি যা করেছি তার সবই দোষী সাব্যস্ত হওয়ার মত। ওই বিষয়গুলো থেকে অনেক শিক্ষাও নিয়েছি।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন