আমার অবস্থা খাঁচার পাখির মতো: রাষ্ট্রপতি আবদুল হামিদ

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, ”বঙ্গভবনে নিজেকে বড় একা একা মনে হয়, ইচ্ছা হলেও আমি বাইরে যেতে পারি না। বাইরে যেতে হলে অনেক সমস্যা। বাইরে বের হলে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়। নিতান্তই সরকারি প্রোগ্রাম বা বিভিন্ন কর্মসূচি ছাড়া বাইরে যেতে পারি না। সোনার খাঁচার ভিতর দুধ কলা দিয়ে পাখিকে খাওয়ালেও একবার ছুটতে পারলে আর ফিরে আসে না। আমারও অবস্থা হয়েছে সে রকমই। আমি ছুটতে পারছি না। খাঁচার ভিতর আমারও ভাল লাগার কথা নয়। আগের মতো সাধারণ মানুষের সাথে কথা বলতে, মিশতে ইচ্ছা হয়।”
তিনি আজ রবিবার বিকালে কিশোরগঞ্জের আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের তিনদিনব্যাপী শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের প্রথম দিন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, বিশ্ব এখন পূর্বের যে কোন সময়ের তুলনায় অনেক বেশি প্রতিযোগিতামূলক ও চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জকে মোকাবেলা করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। নতুন প্রজন্মকে জ্ঞান, বিজ্ঞান ও দক্ষতায় হতে হবে বিশ্বমানের। আর এ উদ্যোগটি স্কুল পর্যায় থেকেই শুরু করতে হবে।
শিক্ষকদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মানুষ গড়ার কারখানা, আর আপনারা তার মহান কারিগর।
ছাত্র ছাত্রীদেরকে সুশিক্ষিত ও দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করতে জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর জন্য শিক্ষকদের প্রতি তিনি আহ্বান জানান। তিনি স্মরণ করিয়ে দেন, দেশ ও জনগণের কাছে আমরা প্রত্যেকেই দায়বদ্ধ। স্কুলগুলো পরিচালিত হয় জনগণের অর্থে। তাই উচ্চ শিক্ষার পরিবেশ ও সুনাম বজায় রাখার দায়িত্ব সকলের।
তিনি ছাত্র সমাজের অতীত ঐতিহ্যের কথা উল্লেখ করে বলেন, ছাত্র সমাজের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। এ দেশের ছাত্ররাই মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠাসহ মহান মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছে। তাদের অবদান জাতি আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে। কোন ধরনের লোভ লালসা বা হীন স্বার্থ চরিতার্থের মনোবৃত্তি যেন কোমল মনকে কলুষিত করতে না পারে। রাষ্ট্রপতি আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণের জন্য প্রচেষ্টা চালাবেন বলে জানান।
শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি মো. আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, আফজাল হোসেন এমপি, রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি, এডভোকেট সোহরাব হোসেন এমপি, উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার নৌশাদ খান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জিল্লুর রহমান প্রমুখ।
শতবর্ষ উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটি তিনদিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন