আমার কাজ চার-ছক্কা সৃষ্টি করা এবং চাপ থেকে বাংলাদেশকে মুক্ত করা: সাব্বির
পুরো বাংলাদেশ যখন টাইগারদের শততম টেস্টের ঐতিহাসিক জয় উদযাপন করছে তখন সাব্বির রহমানকে এখন তেড়ে বেড়ায় ইংল্যান্ডের বিপক্ষে চট্রগ্রাম টেস্টের দুঃসহ স্মৃতি।
গত বছরের অক্টোবরে চতুর্থ ইনিংসে ইংলিশদের দেয়া ২৮৬ রানের জবাবে ব্যাট করতে নেমে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের সাথে নিয়ে লড়াই করে ম্যাচটি পঞ্চম দিনে নিয়ে যান সাব্বির রহমান।
কঠিন উইকেটে তাইজুল ও শফিউলদের দিয়ে ম্যাচটি জয়ের স্বপ্ন দেখলেও ২১ রানে বেদনাদায়ক হার নিয়ে মাঠ ছাড়তে হয় সাব্বিরকে।
সেই ম্যাচে ব্যক্তিগত ৬৪ রানের অপরাজিত থাকা সাব্বির এখনো সেই স্মৃতি ভুলতে পারেনি। তবে পরের টেস্টেই আবার ইংলিশদের হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছিল বাংলাদেশ।
ঢাকা টেস্টে ইংলিশদের হার থেকে কলম্বো টেস্টে লঙ্কানদের পরাজিত করার মধ্যে কোনটি এগিয়ে থাকবে এমন প্রশ্নে সাব্বির বলেন, ‘দুইটি জয়ই ভিন্ন। ইংল্যান্ড শীর্ষ টেস্ট দল, এদিকে শততম টেস্ট বিধায় এই টেস্ট জয়টিও গুরুত্বপূর্ণ।’
কলম্বো টেস্টের দুই ইনিংসে চল্লিশ ঊর্ধ্ব ইনিংস খেলা সাব্বির সাংবাদিকদের আরও বলেন, ‘না, আমি এখনো টেস্ট অভিষেকে চট্রগ্রাম টেস্টের হারের দুঃখ ভুলতে পারি নি। এই জয়টি হয়তো কিছুটা হলেও দুঃখ কমাবে তবে সেই ম্যাচটি ভুলবার নয়।’
কলম্বো টেস্ট জয় নিয়ে সাব্বির বলেন, ‘এই জয়ের অনুভূতি দারুন… শততম টেস্ট বলে একটু বেশী গুরুত্ব আছে এই জয়ের। আমি এই টেস্টে খেলার ব্যাপারে নিশ্চিত ছিলাম না। কিন্তু সুযোগ পেয়ে ভালো খেলতে পেরেছি এবং দল জয় পেয়েছে এতেই খুশী।’
এই টেস্টে ব্যাট হাতেই লড়াই করেননি সাব্বির। শর্ট লেগ ফিল্ডিং করে লঙ্কানদের ব্যাটসম্যানদের সাথে কথার যুদ্ধও চালিয়েছেন তিনি। সাব্বিরকে এই ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি বলেন,
‘আমার কাজ চার-ছক্কা সৃষ্টি করা এবং চাপ থেকে বাংলাদেশকে মুক্ত করা। আমি মাঠে সেটাই করেছি। ম্যানেজমেন্ট আমাকে নিজের মত খেলার স্বাধীনতা দিয়েছে। এখন সেটা যেই ফরম্যাটেই হোক…।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন