শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আমার ক্যানসার হয়নি: সুরঞ্জিত সেনগুপ্ত

নিজের শারীরিক অবস্থা নিয়ে ‘বিভ্রান্তিমূলক’ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’তথ্য প্রচার হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রবীণ রাজনীতিক ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সুরঞ্জিত। তিনি বলেন, আমার ক্যানসার হয়নি।

বিদ্বেষমূলক বা রাষ্ট্রবিরোধী বক্তব্যের জন্য নিবন্ধন বাতিলের বিধান রেখে সংসদে পাস হওয়া আইনের বিরোধিতার বেশকিছু এনজিওর বক্তব্যের প্রেক্ষিতে এই সংবাদ সম্মেলন ডাকেন আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

নিজের অসুস্থতা প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন পত্রিকাসহ নানা জায়গায় আমার শারীরিক অবস্থা সম্পর্কে পরিবেশিত কিছু তথ্য আমার দৃষ্টিগোচর হয়েছে। এর মধ্যে কেউ কেউ আমার প্রতি সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছেন। তবে এর কোনোটিতে বিভ্রান্তিমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত তথ্য আছে বলে আমার মনে হয়েছে।

যেমন, আমি নাকি ক্যানসারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী আছি। এমনকি আমার এলাকাতে মধ্যবর্তী নির্বাচনের ঘোষণাও দেওয়া হয়েছে এবং আমি কবে কোন তারিখে মৃত্যুবরণ করব, তাও ঘোষণা করা হয়েছে।

‘মায়েলোডিস প্লাস্টিক সিনড্রোমে’ভুগছেন জানিয়ে সুরঞ্জিত বলেন, তিনি যুক্তরাষ্ট্রের বোস্টনে এমজিএ হাসপাতালের চিকিৎসকের অধীনে চিকিৎসারত। রক্তে লোহিত কণিকার পরিমাণ কম হওয়ায় বোন ম্যারো পরীক্ষার জন্য নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে যাবেন।

চিকিৎসকরা জানিয়েছে, এটা ক্যানসারে টার্ন নেওয়ার কোনো আশঙ্কা নেই। আমার রোগের লক্ষণ হচ্ছে, রক্তে হিমগ্লোবিন উৎপাদনের মাত্রা কমে গেছে। এজন্য মাঝে মাঝে আমাকে রক্ত নিতে হয়। এটা কোনোক্রমেই লিউকেমিয়া বা ব্লাড ক্যানসার নয়।

রোগ-শোকে মানুষ এবং এটা স্বাভাবিক বিষয়। কিন্তু সেটা নিয়ে কেউ বিশেষ মতলববাজি করবে সেটা কাম্য হতে পারে না, বলেন তিনি।

গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা জনগণ বা গণমাধ্যমের। সেটি অবশ্যই বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিওর নয়- এমনটাও দাবি করেন সুরঞ্জিত সেনগুপ্ত।

গত ৫ অক্টোবর জাতীয় সংসদে বিদ্বেষমূলক বা রাষ্ট্রবিরোধী বক্তব্যের জন্য নিবন্ধন বাতিলের বিধান রেখে সংসদে পাস হওয়া বিলটি পাসের পর বেশকিছু এনজিও এর সমালোচনা করছে। এই প্রেক্ষিতে এ্ই সংবাদ সম্মেলন ডাকেন সুরঞ্জিত। ওই আইন পাসের পর বেশকিছু এনজিও পক্ষ থেকে করা সংবাদ সম্মেলনে টিআইবির চেয়ারপারসন সুলতানা কামাল দাবি করেছেন, নতুন এই আইন বাক স্বাধীনতা ও সংবিধানে থাকা মৌলিক অধিকার খর্ব করবে।

এসব বক্তব্যের জবাব দিয়ে সুরঞ্জিত বলেন, ‘সার্বভৌম সংসদকে কোনো ফরেন বডি গালি দিতে পারে না। তাহলে সার্বভৌমত্ব থাকে না। পৃথিবীর কোথাও এটা নেই।’
গণমাধ্যম কর্মীদেরকে আইন বিচার ও সংসদীয় কমিটির সভাপতি বলন, ‘তোমরা বলতে পার। তোমাদের মানবাধিকারের প্রটেকশন আছে। কিন্তু কোনো ফরেন বডির তো সেটা নেই। একজন নাগরিক মত প্রকাশ করে অনেক কথা বলবে। সেটা তার অধিকার। কিন্তু এনজিও আইনের অধীনে কাজ করবে।’
বিরোধী দলের মত সরকারের সমালোচনা করতে হলে বিরোধী কোনো দলে যোগ দিতে এনজিও কর্মীদেরকে পরামর্শ দেন সুরঞ্জিত।

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ