মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আমার ক্যানসার হয়নি: সুরঞ্জিত সেনগুপ্ত

নিজের শারীরিক অবস্থা নিয়ে ‘বিভ্রান্তিমূলক’ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’তথ্য প্রচার হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রবীণ রাজনীতিক ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সুরঞ্জিত। তিনি বলেন, আমার ক্যানসার হয়নি।

বিদ্বেষমূলক বা রাষ্ট্রবিরোধী বক্তব্যের জন্য নিবন্ধন বাতিলের বিধান রেখে সংসদে পাস হওয়া আইনের বিরোধিতার বেশকিছু এনজিওর বক্তব্যের প্রেক্ষিতে এই সংবাদ সম্মেলন ডাকেন আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

নিজের অসুস্থতা প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন পত্রিকাসহ নানা জায়গায় আমার শারীরিক অবস্থা সম্পর্কে পরিবেশিত কিছু তথ্য আমার দৃষ্টিগোচর হয়েছে। এর মধ্যে কেউ কেউ আমার প্রতি সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছেন। তবে এর কোনোটিতে বিভ্রান্তিমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত তথ্য আছে বলে আমার মনে হয়েছে।

যেমন, আমি নাকি ক্যানসারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী আছি। এমনকি আমার এলাকাতে মধ্যবর্তী নির্বাচনের ঘোষণাও দেওয়া হয়েছে এবং আমি কবে কোন তারিখে মৃত্যুবরণ করব, তাও ঘোষণা করা হয়েছে।

‘মায়েলোডিস প্লাস্টিক সিনড্রোমে’ভুগছেন জানিয়ে সুরঞ্জিত বলেন, তিনি যুক্তরাষ্ট্রের বোস্টনে এমজিএ হাসপাতালের চিকিৎসকের অধীনে চিকিৎসারত। রক্তে লোহিত কণিকার পরিমাণ কম হওয়ায় বোন ম্যারো পরীক্ষার জন্য নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে যাবেন।

চিকিৎসকরা জানিয়েছে, এটা ক্যানসারে টার্ন নেওয়ার কোনো আশঙ্কা নেই। আমার রোগের লক্ষণ হচ্ছে, রক্তে হিমগ্লোবিন উৎপাদনের মাত্রা কমে গেছে। এজন্য মাঝে মাঝে আমাকে রক্ত নিতে হয়। এটা কোনোক্রমেই লিউকেমিয়া বা ব্লাড ক্যানসার নয়।

রোগ-শোকে মানুষ এবং এটা স্বাভাবিক বিষয়। কিন্তু সেটা নিয়ে কেউ বিশেষ মতলববাজি করবে সেটা কাম্য হতে পারে না, বলেন তিনি।

গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা জনগণ বা গণমাধ্যমের। সেটি অবশ্যই বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিওর নয়- এমনটাও দাবি করেন সুরঞ্জিত সেনগুপ্ত।

গত ৫ অক্টোবর জাতীয় সংসদে বিদ্বেষমূলক বা রাষ্ট্রবিরোধী বক্তব্যের জন্য নিবন্ধন বাতিলের বিধান রেখে সংসদে পাস হওয়া বিলটি পাসের পর বেশকিছু এনজিও এর সমালোচনা করছে। এই প্রেক্ষিতে এ্ই সংবাদ সম্মেলন ডাকেন সুরঞ্জিত। ওই আইন পাসের পর বেশকিছু এনজিও পক্ষ থেকে করা সংবাদ সম্মেলনে টিআইবির চেয়ারপারসন সুলতানা কামাল দাবি করেছেন, নতুন এই আইন বাক স্বাধীনতা ও সংবিধানে থাকা মৌলিক অধিকার খর্ব করবে।

এসব বক্তব্যের জবাব দিয়ে সুরঞ্জিত বলেন, ‘সার্বভৌম সংসদকে কোনো ফরেন বডি গালি দিতে পারে না। তাহলে সার্বভৌমত্ব থাকে না। পৃথিবীর কোথাও এটা নেই।’
গণমাধ্যম কর্মীদেরকে আইন বিচার ও সংসদীয় কমিটির সভাপতি বলন, ‘তোমরা বলতে পার। তোমাদের মানবাধিকারের প্রটেকশন আছে। কিন্তু কোনো ফরেন বডির তো সেটা নেই। একজন নাগরিক মত প্রকাশ করে অনেক কথা বলবে। সেটা তার অধিকার। কিন্তু এনজিও আইনের অধীনে কাজ করবে।’
বিরোধী দলের মত সরকারের সমালোচনা করতে হলে বিরোধী কোনো দলে যোগ দিতে এনজিও কর্মীদেরকে পরামর্শ দেন সুরঞ্জিত।

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?

এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন

  • শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা
  • রিজভী: দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা
  • শফিকুর রহমান: পরিপূর্ণ সংস্কার ও নির্বাচন আদায় করে ছাড়বো
  • যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
  • টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
  • ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা