‘আমার তিন স্বামীর চরিত্র আমার থেকেও বেশি অন্ধকার’
প্রেম, উচ্চাকাঙ্খা এবং হিংসার এক রক্তাক্ত গল্প। স্ট্যাটাস বজায় রাখতে মেয়েকে নিজের বোন বলে পরিচয় দেওয়া এক মা। নিজের সত্ ভাইয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া মেয়ে। তার পর মায়ের হাতেই খুন? এ ভাবেই রিয়েল লাইফের ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে ফ্রেমে বেঁধেছেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়৷ সৌজন্যে তাঁর আসন্ন ছবি ‘ডার্ক চকোলেট’। ইন্দ্রাণীর ভূমিকায় রয়েছেন মহিমা চৌধুরী। সম্প্রতি ছবির পোস্টার লঞ্চে পরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন মহিমা চৌধুরী, রাজেশ শর্মা, শতফ ফিগর, প্রযোজক প্রদীপ চুড়িওয়াল প্রমুখ৷ পোস্টারে উঠে এলো মহিমার নয়া অবতার৷
‘‘আমার তিন স্বামীর চরিত্র আমার থেকেও বেশি অন্ধকার’’— এই স্বীকারোক্তি পর্দার ইন্দ্রাণীর। মহিমার কথায়, ‘‘অগ্নিদেব আমার সঙ্গে মুম্বইতে দেখা করতে গিয়েছিলেন। চিত্রনাট্য আমার ভাল লেগেছিল। আমি ওয়ার্কআউটের জন্য কয়েক মাস সময় চেয়েছিলাম। কিন্তু আমি যেমন, ঠিক তেমন ভাবেই পরিচালক দর্শকদের কাছে দেখাতে চেয়েছেন। বাংলা, হিন্দি, ইংরেজি তিন ভাষাতেই ছবিতে কথা বলছি।’’
শিনা বরা হত্যা রহস্যের কিনারা এখনও হয়নি৷ ঘটনাটি নিয়ে জল্পনার শেষ নেই৷ তার মধ্যেই ছবির সিদ্ধান্ত কেন? অগ্নিদেব জানিয়েছেন, ‘‘বাস্তবে ঘটনাটি দেখে আমরা ভাবছি মা কত খারাপ। কিন্তু মেয়ে এমন কী করল যাতে মা তাকে গলা টিপে মারল? এই দিকটাই ছবিতে থাকবে। পাশাপাশি ১৯ বছরের একটা সাধারণ মেয়ে কী ভাবে সমাজের উঁচু তলায় জায়গা করে নিল থাকবে সে জার্নিটাও।’’
ছবিতে ইন্দ্রাণী মুখোপাধ্যায়, ইন্দ্রাণীর প্রথম প্রেমিক সিদ্ধার্থ দাস এবং গাড়ি চালক শ্যাম রাইয়ের চরিত্ররা ফ্ল্যাশব্যাকে গল্প বলবে। এই ‘রশোমন এফেক্ট’-এ চিত্রনাট্যের জাল বুনেছেন পরিচালক। তাঁর দাবি, সত্যের বহুমাত্রিক ব্যাঞ্জনাই ধরা থাকবে সেলুলয়েডে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন