আমার তো এখনও বিয়ের বয়সই হয়নি!

বর্তমান সময়ের দর্শকপ্রিয় মডেল ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বিজ্ঞাপন, টেলিছবি, খন্ড নাটক ও ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে এরই মধ্যে নিজের যোগ্যতার কথা জানান দিয়েছেন তিনি। অল্প সময়ে দর্শকের দৃষ্টিও আকর্ষণ করতে সক্ষম হয়েছেন ভাবনা। বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে কথা বলেছেন তিনি।
কেমন আছেন? দিনকাল যাচ্ছে কেমন?
আছি বেশ ভালোই। ভালো থাকার চেষ্টাই বরাবর করে থাকি। নিজেকে খারাপ রাখার দলে আমি নই। আর যেকোনো ক্ষেত্রে ইতিবাচক থাকি। যা আমাকে এগিয়ে নিতে সাহায্য করে। আর সবমিলিয়ে দিনকাল ভালো চলছে।
এখনকার ব্যস্ততা কি নিয়ে?
গত একবছর ধরে ভার্সিটিতে কোনো ক্লাস করতে পারিনি। তাই পড়াশোনায় পূর্ণ মনযোগ দিয়েছি। বলতে পারেন এখন এটাই আমার মূল ব্যস্ততা। সপ্তাহে তিনদিন আমার ক্লাস নেই। বৃহস্পতি, শুক্র, শনি এ তিনদিন আমি ফ্রি থাকি। মিডিয়ার কোনো কাজ যেমন, সাক্ষাৎকার, ফটোশুট কিংবা খ- নাটকের কাজ হলে এ তিনদিনই সময় দিয়ে থাকি। গত বছর ফিল্মের কাজ করতে গিয়ে আমি ইউনিভার্সিটিতে একেবারেই অনিয়মিত হয়ে পড়ি। সেমিস্টারও ড্রপ দিতে হয়েছে। এখন সেটা পূরণ করছি। তাই পড়াশোনাটা মন দিয়ে করে যাচ্ছি।
‘ভয়ংকর সুন্দর’ ছবিতে অভিনয় করছেন। এর শুটিংয়ের কাজ কি শেষ?
ছবিটির শুটিংয়ের কাজ শেষ হয়েছে আগেই। এখন ডাবিংয়ের কাজও চলছে। আমার ডাবিংও প্রায় শেষের দিকে। আর দুদিন কাজ করলে আমি ফ্রি। কিন্তু পরমব্রতর কাজ এখনও বাকি আছে। তার ডাবিং হলে পুরো ছবির কাজই শেষ হবে বলে আশা করছি।
এটি তো আপনার প্রথম ছবি। প্রত্যাশা কতটুকু?
চলচ্চিত্রে আসবো এটা অনেকদিনের স্বপ্ন ছিল। সে ধারাবাহিকতায় এ ছবিতে অভিনয় করা। অনেক শ্রম দিয়েছি এর জন্য। একটা ছবির নায়িকা হবো হয়ে গেলাম তা কিন্তু নয়। সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজটি করেছি। এখন বাকিটা তো দর্শকের ওপর। আমি তো অভিনেত্রীর জায়গা থেকে বলবোই হলে গিয়ে তারা যেন ছবিটি দেখেন। টিভিপর্দার ভাবনাকে বড়পর্দায় কেমন লাগে সে প্রতিক্রিয়া শুনতে চাই দর্শকের মুখে। প্রথম কাজ বলে অনেক ভুলত্রুটি হবে এটাই স্বাভাবিক। আর সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটাই চাওয়া সবার কাছে।
নাটকে অনেক ধরনের চরিত্রে দেখা গেছে ভাবনাকে। চলচ্চিত্রে তাকে কোন রূপে দেখবেন দর্শক?
শুরুতেই বলি, একটি চরিত্র দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে ছবিতে। অনিমেষ আইচ সেটাই আমাকে দিয়ে করিয়েছেন। এখানে মূলত একটি মেয়ে নয়নতারা যে কিনা খুবই সহজ-সরল প্রকৃতির। সেটা উপস্থাপন করেছি। পুরো চরিত্রটি রূপ দিতে অনেক সাধনা করতে হয়েছে। অভিনয়টা তো আগে থেকেই রপ্ত আমার। কিন্তু চলচ্চিত্র বলে কথা। নাটকের সঙ্গে এর তফাৎ রাতদিনের। তাই খুব বুঝেশুনে কাজ করতে হয়েছে। সবমিলিয়ে বলবো, একেবারে ভিন্নরূপে দর্শক ভাবনাকে দেখতে পাবেন। যা আগে কখনোই দেখেননি।
ভবিষ্যত পরিকল্পনা কি?
আমি অভিনেত্রী। নাটকে তো অনেক অভিনয় করেছি। আরও করবো। চলচ্চিত্রেও কাজ করবো। তবে অভিনয় করা যায় এমন সব ছবিতে কাজ করতে চাই। চার-পাঁচটা গান থাকলো, নায়িকাকে উদ্ধার করতে নায়ক এগিয়ে এলো এ ধারার ছবিতে কাজ করতে চাই না। একটা ভালো গল্প আছে, ভালো চরিত্র আছে যেটা আজীবন ভাবনাকে দর্শকের মাঝে বাঁচিয়ে রাখবে সেরকম কিছু কাজ করতে চাই।
বিয়ে নিয়ে কি ভাবছেন?
আমার বিয়ে কবে হবে, কেমন স্বামী হবে এসব ভাবনা আমার মধ্যে নেই। আমি এ বিষয়ে কিছু ভাবছি না। আর বিয়ের বয়সই তো এখনও হয়নি আমার।
প্রেম তো করছেন?
আমি এসব বিষয়ে এতবেশি সিরিয়াস নই। কারও সঙ্গে প্রেম করলে তো করাই যায়। কিন্তু আমি প্রচুর কাজ পাগল একজন মানুষ। পড়াশোনা, কাজ এসবের মধ্যেই আমি নিজেকে ডুবিয়ে রাখি। তাছাড়া প্রেম ভালোবাসা চলার পথে কারও না কারো সঙ্গে হয়েই যাবে। ধরুন আপনার সঙ্গে কথা বলতে বলতে প্রেম হয়ে যেতে পারে। এসব আসলে বলা যায় না। কখন কি হয়! কিন্তু বিষয়টি এত সিরিয়ালি নিই না কখনোই।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন