‘আমার তো বড় কোন ত্রুটি নেই, তাই খেলছি’
একদিকে অ্যাকশন শোধরানোর কাজ, অন্যদিকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ। জাতীয় দলের ফাস্ট বোলার তাসকিন আহমেদের জন্য ব্যাপারটা বেশ কঠিন। অনেকে বলছেন, লিগের খেলার কারণেই অ্যাকশন শোধরাতে দেরি হচ্ছে। তাসকিনের দাবী, সমস্যাটা বড় নয় বলেই নাকি খেলছেন।
বোলিং অ্যাকশন নিয়ে কাজ করতে থাকা বাঁ-হাতি স্পিনার আরাফাত সানি অ্যাকশন নিয়ে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত ম্যাচেই নামেননি। তাই সংশ্লিষ্টদের অনেকেই তাসকিনের মাঠে নামার বিপক্ষে।
এ প্রসঙ্গে তাসকিন দেশের শীর্ষস্থানীয় বলেছেন, ‘এটা যারা বলছেন, আমার ভালো চেয়েই বলছেন। আসলে একটা বিষয়ে ভিন্ন ভিন্ন মত তো থাকতেই পারে। এটা সত্যি যে, লিগ খেলায় অ্যাকশন শোধরানোর কাজটা একটু ধীরগতির হচ্ছে। একটা চিন্তা ছিল যে, আমার তো বড় কোন ত্রুটি নেই। তাই ওটা নিয়েই খেলা সম্ভব। তবে একটা ভালো দিকও আছে। নেটে যেটুকু কারেকশন করছি, সেটুকু মাঠে করে দেখতে পারছি যে, ঠিক কতটা উন্নতি হল। আমার প্রতিটা বলই তো ভিডিও হচ্ছে।’
আবাহনী স্পোর্টিং ক্লাবের হয়ে খেলা তাসকিন চলতি আসরে এখন পর্যন্ত সবকটি ম্যাচেই বল হাতে নিয়েছেন। সর্বশেষ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে তার বলেই জয় নিশ্চিত করে আবাহনী। ৯ ওভার বল করে ৪ উইকেট নিয়েছেন, রান দিয়েছেন ৩২। ম্যাচ সেরার পুরস্কারটাও তার।
আর ৮ ম্যাচে তার উইকেট দাঁড়িয়েছে ১৩টি।
তারপরেও পারফরম্যান্স ছাপিয়ে আলোচনায় তার বোলিং অ্যাকশন। তাসকিন অবশ্য পুরনো রূপে ফিরতে বদ্ধ পরিকর। অ্যাকশন ঠিক করে আবারো সেই তাসকিনকে দেখবে কিনা বাংলাদেশ, এমন প্রশ্নের জবাবে বললেন, ‘আরো শক্ত হয়েও ফিরতে পারে। এই সময়ে অনেক বড় বড় খেলোয়াড়ের জীবন নিয়ে জানছি। প্রত্যেকে কঠিন সময়ের ভেতর দিয়ে গেছে। আরো শক্ত হয়ে ফিরেছে। আমার ক্ষেত্রেও সেটা হতে পারে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন