‘আমার নাম মুহিত’ বলেই পুলিশকে কষে চড়

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের এতাহ সংসদীয় এলাকার সমাজবাদী পার্টির (এসপি) আইনপ্রণেতা রমেশ যাদবের ভাতিজা মুহিত যাদব। স্থানীয় সময় বুধবার চিকিৎসকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে থানায় নিয়ে যায় পুলিশ। এ সময় রাজনীতিকের নিকটাত্মীয় পরিচয় দিয়ে বাড়তি সুবিধা পাওয়ার আশায় উচ্চবাচ্য করতে থাকেন তিনি। এর একপর্যায়ে পুলিশের এক কর্মকর্তার গালে কষিয়ে চড় মারেন তিনি। একই সঙ্গে অন্য পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার ও গালাগাল করেন তিনি।
থানায় পুলিশকে থাপড়ানোর এই ভিডিও ধরা পড়েছে ক্যামেরায়। দুর্ব্যবহারকারী সেই যুবককে গ্রেপ্তারও করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ২৪ বছর বয়সী মুহিত পুলিশের উপপরিদর্শক (এসআই) জিতেন্দ্র কুমারকে থাপ্পড় দেওয়ার আগে হিন্দিতে বলেন, ‘আমার নাম মুহিত যাদব আর সেই লোকটা…।’
জিতেন্দ্রকে চড় দেওয়ার পর অন্য পুলিশ সদস্যরা মুহিতকে থামাতে যান। সে সময় অন্য এক পুলিশ সদস্যের গলার ধরেন তিনি।
রমেশ যাদব উত্তরপ্রদেশে রাজ্য বিধানসভার উচ্চকক্ষের আইনপ্রণেতা। তাঁর ভাতিজা বেকার যুবক মুহিতের বাবা একটি বন্দুকের দোকান চালান।
আজ সকালে এক আত্মীয়ের এক্স-রে করাতে স্থানীয় একটি হাসপাতালে যান মুহিত। সেই সময় তিনি ভিআইপি মর্যাদা দিয়ে তাঁর আত্মীয়ের সিরিয়াল আগে দিতে বলেন। কিন্তু হাসপাতালে কর্তব্যরতরা রাজি না হওয়ায় এক টেকনিশিয়ান ও আরেক চিকিৎসককে মুহিত হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাঁকে আটক করে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন