আমার বাবা-মাকে গালি দিয়েছে: এনামুল হক বিজয়
কুষ্টিয়ায় বাড়িওয়ালার ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে এনামুল হক বিজয়ের বিরুদ্ধে। তবে জাতীয় দলের এ ক্রিকেটার নিজেকে নির্দোষ দাবি করছেন। তার ভাষ্য, ‘আমার সম্মান নষ্ট করার জন্য এসব কথা তোলা হচ্ছে। এটা ঠিক হচ্ছে না। প্রকৃত ঘটনা জানা উচিত।’
নিজ মুখে বিজয় প্রকৃত ঘটনা তুলে ধরে বলেন, ‘বাসার নিচের গ্যারেজে আমাদের একটি মোটরসাইকেল ছিল। তালা ভেঙে বাপ্পী (বাড়িওয়ালার ছেলে) সেটা নেওয়ার চেস্টা চালাচ্ছিল। বাবা বাঁধা দিতে এলে কথা কাটাকাটি হয়। এ সময়ে বাজে ভাষায় আমার বাবা মাকে গালিগালাজ করেছে। তাদের সম্মান নষ্ট করেছে। কি কারণে দুর্ব্যবহার করেছে সেটা জানতে আমি ও আমার ছোট ভাই বাপ্পীর সঙ্গে কথা বলতে যাই। কিন্তু সে তখনও খারাপ ভাষায় গালাগালি করতে থাকে ও নিজেই আমাদের আক্রমণ করে।’
রোববার রাত নয়টার দিকে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার গৌরীশংকর আগরওয়ালা সড়কে হাজি আব্দুল হালিমের চারতলা বাড়িতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় আব্দুল হালিম একটি অভিযোগ দায়ের করেছেন। বিজয় জানিয়েছেন, তাদের পরিবারের পক্ষ থেকেও থানায় একটি অভিযোগ করা হয়েছে।
এদিকে ভক্ত ও সমর্থকদের ‘বিশ্বাস’ রাখার কথা জানিয়ে এনামুল হক বিজয় নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেন, ‘আমার নামে অনেক ভাবেই নিউজ করা হচ্ছে..কিন্তু আপনারা সবাই যারা আমাকে ভালবাসেন তারা অবশ্যই বিশ্বাস রাখেন যে আমি এমন কিছুই করিনাই। আশা করি সবাই আমার পাশে আছেন এবং সবাই দোয়া করবেন।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন