আমার বায়োপিকে আরিয়ান অথবা অ্যাব্রামই অভিনয় করবে : শাহরুখ

বলিউডে এখন বায়োপিকের হিড়িক। নানা ক্ষেত্রের জনপ্রিয় তারকাদের বায়োপিকে অভিনয় করছেন বর্তমান প্রজন্মের অভিনেতারা। কিন্তু বলিউড বাদশা জানিয়ে দিয়েছেন, তাঁর বায়োপিক যদি হয়, তাহলে তাতে অভিনয় করবে আরিয়ান বা অ্যাব্রামই।
বর্তমানে বলিউডে সঞ্জয় দত্তের বায়োপিক থেকে মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিক তৈরি হচ্ছে। এই প্রসঙ্গেই সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান, তাঁর যদি বায়োপিক তৈরি হয়, তাহলে তিনি কাকে দেখতে চান সেখানে। শাহরুখের মজার উত্তর, শচীন টেন্ডুলকারকে। তারপরই তিনি যোগ করেন, আমি জানি না আমার জীবনটা এতটাও আগ্রহের বিষয় হয়ে উঠতে পারে কিনা। তিনি বলেন, যে সমস্ত বায়োপিক নিয়ে এই মুহূর্তে কাজ হচ্ছে বলিউডে, সেই সমস্ত তারকার জীবনে বহু ওঠাপড়া আছে। তাই সেগুলো ছবি তৈরির ভাল বিষয়।
তবে যদি বায়োপিক হয়, তাহলে নিজের চরিত্রে কাকে দেখতে চান তিনি, জানতে চাওয়া হলে শাহরুখ বলেন, সেটা পরিচালকেরাই ঠিক করবেন। তবে আরিয়ান বা অ্যাব্রাম তাঁর পছন্দ। আপাতত তিনি ‘ফ্যান’-এর মু্ক্তি নিয়ে ব্যস্ত রয়েছেন। ২৫ বছরের কেরিয়ারে দেশ-বিদেশে বাদশার বহু ফ্যান আছে, কিন্তু বাস্তবে তিনি তাঁর সন্তানদের ভক্ত।
সূত্র: এবিপি আনন্দ
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন