আমার বিয়েতে সাধারণ পোশাকে থাকব : অপু বিশ্বাস

ঢালিউডের চলচ্চিত্রে অপু বিশ্বাস নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন অনেক আগেই। এখনো সেই অবস্থান তিনি ধরে রেখেছেন। শাকিব খানের সঙ্গে অপুর জুটি এখনো আগের মতোই দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। মজার তথ্যটি হলো শাকিবের সাথে যতগুলো ছবিতে অপু অভিনয় করেছেন সেগুলোর বেশির ভাগ ছবিতেই তাঁদের বিয়ের অভিনয় করতে হয়েছে, মানে বউ সাজতে হয়েছে অপুর। তো এই বউ সাজা নিয়ে আরো কিছু মজার কথা জানালেন ।
প্রথম বউ সাজা
ছোটবেলায় এক বছর বয়সে প্রথম বউ সেজেছিলাম। আমার প্রথম জন্মদিনে আমাকে বউ সাজিয়ে কেক কেটেছিলেন আমার মা-বাবা। আমি বিষয়টা জানতাম না। আমার গত জন্মদিনে মা আমাকে উপহার হিসেবে এই ছবিটা দিয়েছিলেন। এরপর খেলার ছলে ছোটবেলায় আমি কখনো বউ সাজিনি। আমি গাইড করতাম, বাকি ছেলেমেয়েদের সাজিয়ে খেলা করতাম। স্কুলে থাকতে আমি চুল ছোট রাখতাম অনেকেই আমাকে ছেলে ভাবত। যে কারণে নিজে বউ সেজে খেলা হয়নি।
বউয়ের অভিনয়
অভিনয় যখন করি তখন কোন সিক্যুয়েন্সে কী থাকছে সেদিকেই খেয়াল থাকে। বউ সাজলাম না পুলিশের ড্রেস পরলাম সেদিকে খেয়াল থাকে না। শুটিংয়ের সময়ের চরিত্রের গেটাপটা ঠিক আছে কি না সেদিকেই খেয়াল থাকে। তবে এত বেশি বউ সাজতে হয়েছে যে ভেরিয়েশন আনতে পারি না। যে শাড়িটা বা লেহেঙ্গাটাই পরতে যাই সেটাই মনে হয় আগে পরেছি। মেকাপ গেটাপ নিয়ে আয়নার সামনে দাঁড়ালে মনে হয় এভাবে আমি আমাকে অনেকবার দেখেছি। দেখা যায় যে, ড্রেসটা কিনে আনল আবার ফেরত পাঠাতে হয়েছে।’
নিজের বিয়েতে
অভিনয় করতে এসে এতবার বউ সাজতে হয়েছে যে নতুন কোনো বউয়ের সাজ পাওয়া যাবে না। এজন্যই আমি চিন্তা করেছি আমার বিয়ের দিন আমি সাধারণ পোশাকে থাকব। খোলা চুলে সাধারণ সাজে সবাইকে স্বাগত জানাতে মেইন গেটে অপেক্ষা করব। সবাই আমাকে দেখে অবাক হয়ে যাবে। এটাতেই আমি বেশি আনন্দ পাব। আর বিয়ে কবে করছি, আসলে বিয়েটা ভাগ্যে যেদিন থাকবে সেদিনই হবে। আপাতত নিজের বিয়ে নিয়ে কিছু ভাবছি না। কাজকেই জীবন মনে করি। কাজ করতে থাকি, যেদিন বিয়ে হওয়ার সেদিন বিয়ে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন