আমার বিয়ে আগামীকাল, কাল থেকে আমি পারভেজের বউ: মাহিয়া মাহি
বিয়ে করতে যাচ্ছেন জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি। পাত্র সিলেটের সন্তান পারভেজ মোহাম্মদ অপু। পেশায় তিনি একজন ব্যবসায়ী। আগামীকাল বুধবার রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে পারিবারিকভাবে তাদের বিয়ের অনুষ্ঠান হবে বলে মাহি নিজেই আমাদেরকে জানিয়েছেন।
যদিও কয়েকমাস আগে একবার মাহির বিয়ের গুঞ্জন উঠেছিল। তবে মাহি বলেন, সেটা ছিল একটা ভুল বোঝাবুঝি। আমার এক বন্ধুর সঙ্গে তোলা ছবি নিয়ে অনেকে ভুল বুঝেছিল।
নতুন জীবনে পদার্পন প্রসঙ্গে মাহি বলেন, নতুন জীবন শুরু করতে যাচ্ছি। সবাই দোয়া করবেন যেন আমরা সুখে থাকতে পারি। আমি চলচ্চিত্রকে ভালোবাসি, চলচ্চিত্রে থাকতে চাই। পাশাপাশি সংসার জীবনটাও উপভোগ করতে চাই।
তিনি বলেন, পরিবারের পছন্দে আমি বিয়ে করছি। আপাতত পারিবারিকভাবে বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে। পরে সবাইকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এদিকে গুঞ্জন উঠেছে আজ মঙ্গলবারই মাহির কাবিননামা হয়ে গেছে। বিষয়টি অস্বীকার করে মাহি বলেন, বিয়ে তো গোপন করার ব্যাপার না। বিয়ে হয়ে গেলে নিশ্চয়ই আপনারা জানতেন।
কাল বুধবার সকালে উত্তরায় নিজের বাড়িতে ঘরোয়া পরিবেশে মাহি-অপুর আক্দ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। আর জুলাই মাসের শেষের দিকে সিলেটের একটি পাঁচ তারকা হোটেলে মাহির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন