‘আমার মান সম্মান এমনকি অর্থ সবই শেষ’
ফিক্সিংয়ের বলি হয়ে এখনো নিসিদ্ধ মোহাম্মদ আশরাফুল। আর কিছু হোক বা না হোক, এই কষ্টটা সাবেক অধিনায়কের চেয়ে ভালো কেউ জানে না বাংলাদেশে। ঘুরেফিরে বিপিএল আসতেই ফের আশরাফুল প্রসঙ্গ। জানিয়েছেন, এই ফিক্সিংয়ের কারণেই সবকিছু শেষ হয়ে গেছে তার। নিজের অভিজ্ঞতার কারণেই তাই তৃতীয় আসরকে সামনে রেখে ক্রিকেটারদের সতর্ক করলেন আশরাফুল।
তার অবস্থা দেখেই সবাইকে দেখে শিক্ষা নেওয়া উচিৎ উল্লেখ করে দেশের একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি বলবো শুধু বিপিএলই নয়, সব ক্রিকেটেই প্রতিটি ক্রিকেটারের জন্য আমি উদাহরন ও শিক্ষা। এই একটি কাজের জন্য আমি ১৩ বছর দেশকে অনেক কিছুই দিয়েও এখন আমার মূল্য কিছুই নেই। আমার মান সম্মান এমনকি অর্থ সবই শেষ। তাই আমি মনে করি আমাকে দেখে পরিনতি দেখে প্রতিটি ক্রিকেটাকে শিক্ষা নিতে হবে।’ তিনি আরো বলেন, ‘বিপিএলে খেলার সময় অনেক ক্রিকেটাররের জন্য খরাপ মুহুর্ত আসবে।
হয়তো তাকে খেলানো হবেনা, বা ঠিক মত টাকাও দেয়া হবোন। তাই বলে এই ফিক্সিংয়ে জড়ানো যাবেনা। এমনকি কেউ যদি ফিক্সিংয়ের জন্য প্রস্তাব দেয় সেটি সরাসরি বিপিএল গভর্নিং কাউন্সিল, বিসিবি ও আকসুকে জানাতে হবে। আমি মনে করি টাকার চেয়ে মান সম্মান ও মাঠের খেলা বড়। এই দুটি থাকলে টাকা আসবেই।’ তবে এবারের আসরটিকে ইতিবাচক হিসেবে দেখছেন আশরাফুল। তার কারণ, প্রায় প্রতি দলেই রয়েছে ক্রিকেট সংশ্লিষ্ট লোক। তারপরেও ক্রিকেটারদেরকে এসব থেকে দূরে থাকার ব্যাপারে সতর্ক করলেন তিনি।
বললেন, ‘আগের দুইবার যে দল গুলো ছিল তাদের মালিকদের বেশির ভাগই ক্রিকেট নিয়ে ভাবতেন না। কারণ তারাদের বেশির ভাগই ক্রিকেটের লোক ছিল না। এবার যতটা জানি, প্রায় সব দলেই ক্রিকেট ভালবাসে, ক্রিকেট বোঝে ও ক্রিকেট সংশ্লিস্ট লোক আছে। তারপরও বলবো যাদি কোন দল ক্রিকেটারকে অসৎ হতে বলে তারা যেন তা না হয়। আর দলগুলোর উপরও যেন বিসিবি ও আইসিসি নজর রাখে। যেন তারা আমার মত আর কোন আশরাফুল সৃষ্টি করতে না পারে।’ নিষেধাজ্ঞা কাটতে এখনো বাকি ১০ মাস। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) অধীনে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে চলেছেন এক সময়ে দেশের সেরা এই ব্যাটসম্যান।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন