আমিরের জন্য ঘুমাতে পারেনি শাহরুখের ছেলে!

গতকাল রাতে শাহরুখ খানের বাড়ি মান্নাতে অ্যাপলের সিইও এর শ্রদ্ধায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। যা পরবর্তীতে বলিউডের তারকাদের মিলন পার্টিতে রুপান্তরিত হয়।
অমিতাভ বচ্চন থেকে শুরু করে অভিষেক বচন, আমির খান, মাধুরী দীক্ষিত, ঐশ্বরিয়া রায় বচ্চন এবং আরও অনেকে। সকলের মাঝে যেন খুব ভাল এক রি-ইউনিয়নের সুযোগ এসেছিল। কিন্তু মজার বিষয় হল এতে শাহরুখের ছোট পুত্র আবরামের জন্য হয়ে গেছে বিপত্তি।
কাল শাহরুখের বাসায় এসে আমির খান আবরামের জন্য অনেক খেলনা উপহার হিসেবে নিয়ে আসে। এরপর থেকে আবরাম সেই খেলনার সাথে খেলতে শুরু করে। গতকাল ভোঁর ৪ টায় শাহরুখ টুইটারে আমিরকে ধন্যবাদ জানিয়ে বলেন, খেলনা পেয়ে আবরাম এতোটা খুশি হয়েছে যে, সে এখনও ঘুমায় নি এবং সেই খেলনা দিয়ে খেলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন