আমিরের দারুণ প্রত্যাবর্তনে আশাবাদী আশরাফুল
এশিয়া কাপের ম্যাচগুলোতে যেন আগুন ঝরাচ্ছেন মোহাম্মদ আমির। স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পাঁচটা বছর নষ্ট না করলে পাকিস্তানের এই প্রতিভাবান পেসার নিজেকে কোন উচ্চতায় নিয়ে যেতে পারতেন, তা ভেবে অবাক হতে হচ্ছে অনেককেই। আরো অনেকের মতো আমিরের দুর্দান্ত বোলিং হয়তো নজর এড়ায়নি মোহাম্মদ আশরাফুলেরও। বাংলাদেশের এই প্রতিভাবান ব্যাটসম্যানও ক্রিকেট দুর্নীতিতে জড়িয়ে নষ্ট করেছেন নিজের সম্ভাবনাময় ক্যারিয়ার। তবে আমিরের মতো আবার ব্যাট-বলের লড়াইয়ে ফেরার স্বপ্ন আছে আশরাফুলের চোখেও।
২০১৩ সালে বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা, বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের জন্য নিষিদ্ধ করা হয়েছিল আশরাফুলকে। তবে ২০১৬ সালের ১৩ আগস্ট থেকে আবার ঘরোয়া ক্রিকেটে ফিরতে পারবেন এই ডানহাতি ব্যাটসম্যান। আর এখন সেদিকেই কড়া নজর আশরাফুলের। সম্প্রতি বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘১৩ আগস্ট থেকে আমার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে শেষ হবে। শুরু হবে এক নতুন যুদ্ধের। আমাকে লড়তে হবে জনগণের আস্থা অর্জনের জন্য। অন্তত ক্লাব ক্রিকেটে খেলতে পারব এই ভেবে আমি খুশি। তবে আশা করছি, ঢাকা মহানগরে আবার আমি প্রথম শ্রেণির ক্যারিয়ার গড়তে পারব।’
অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা যে আমিরের মতো সহজ কাজ হবে না, সেটা ভালোই বুঝতে পারছেন আশরাফুল। ২০১৬ সালে আমির আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন ২৩ বছর বয়সে। অন্যদিকে আশরাফুল ঘরোয়া ক্রিকেটে আসার সুযোগ পাচ্ছেন ৩২ বছর বয়সে। ক্যারিয়ারের প্রায় শেষপ্রান্তে এসে দলে সুযোগ পাওয়াটা যে কতটা কঠিন সে সম্পর্কে ভালোই ধারণা আছে আশরাফুলের। তবে আমিরের দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্পটাই অনুপ্রাণিত করছে তাঁকে। সুযোগ দেওয়া হলে তিন ধরনের ক্রিকেটেই যে ভালো নৈপুণ্য দেখাতে পারবেন, সেই বিশ্বাসও আছে আশরাফুলের, ‘আমার বিশ্বাস, তিন ধরণের ক্রিকেটেই আমি ভালো করতে পারব। সময় হয়তো আমার পক্ষে নেই, কিন্তু ভালো একটা ঘরোয়া মৌসুম কাটাতে পারলে আমি অনেক সাহায্য পাব। তারপরও অনেক প্রশ্ন থাকবে যে, বিসিবি, নির্বাচক বা খেলোয়াড়রা আমাকে বিশ্বাস করতে পারবেন কি না। আমিরের দারুণ প্রত্যাবর্তন আমাকে অনেক আশাবাদী করে তুলেছে। আমি নিয়ম করে অনুশীলন করছি।’
আশরাফুল এ পর্যন্ত খেলেছেন ৬১টি টেস্ট, ১৭৭টি ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন