আমিরের পক্ষে যা বললেন শাহরুখ খান
ভারতে ক্রমবর্ধমান অসিষ্ণুতার কথা বলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ‘লগন’ তারকা আমির খান। এমনকি অনিরাপত্তার কারণে তিনি দেশ ছেড়ে আমেরিকা পাড়ি দিয়েছেন বলেও খবর বেরোয়।
কারণ আমির দেশকে ভালোবাসেন না- এমন খবর ছড়িয়ে পড়ে চারদিকে। সম্প্রতি আমিরের পাশে দাঁড়িয়েছেন বলিউডের কিং খান। শাহরুখ আমিরকে উদ্দেশ করে বলেন, তোমাকে দেশপ্রেমের প্রমাণ দিতে হবে না। দেশের জন্যে ভালো চিন্তা ও কর্মের মাধ্যমেই এর প্রমাণ দেওয়া সম্ভব। তা ছাড়া এখন থেকে আমির যেসব বিষয়ে গভীর জ্ঞান রাখেন তা নিয়েই কথা বলবেন বলে আশা করি।
শাহরুখ আরো বলেন, দেশের জন্যে তোমাকে কাজ করতে হবে। আমি যদি সর্বোচ্চ বিনয়ের সঙ্গে দেশের কাজ করি, তবে তা থেকেই লাভবান হবে আমার দেশ। কিন্তু আমি যদি দুর্নীতিগ্রস্ত হই, তবে তা দেশের জন্যে ক্ষতিকর। অতি সাধারণ একটি কথাও মানুষের মাধ্যমে বিরাট বিতর্কিত হতে পারে। গত সপ্তাহে আমির খান দেশের অসহিষ্ণু অবস্থার কথা তুলে এ বিতর্কের জন্ম দেন। এতে শিবসেনার হুমকিসহ নানা হুমকি আসতে থাকে। আমিরের স্ত্রী কিরণ রাও মন্তব্য করেন, নিরাপত্তার কারণে তাদের দেশ ছাড়া উচিত। কিরণের এ মন্তব্যকে দুঃখজনক বলে তুলে ধরেছেন আমির।
তবে মা তার সন্তানদের নিরাপত্তার কথা ভেবেই এ কথা বলেছেন, জানান আমির। প্রতিদিন পত্রিকায় আমাদের সম্পর্কে যেসব খবর ছাপা হয়েছে, তা যথেষ্ট ভীতিকর। এদিকে, ‘ইনক্রিডেবল ইন্ডিয়া’ নামের এক ক্যাম্পেইনে আমির বিবৃতিতে বলেন, একজন ভারতীয় হিসেবে আমি গর্বিত মানুষ। আমার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার অধিকার কারো নেই। প্রথমেই জানাতে চাই, আমার এবং আমার স্ত্রীর দেশত্যাগের কোনো ইচ্ছাই নেই। আমি এখানে জন্মেছি এবং এখানেই থাকছি।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন