আমিরের ‘লাঞ্চে’ সানি!

দিল্লিতে ‘দঙ্গল’ ছবির শ্যুটিং চলাকালীন, এক সঙ্গে ‘লাঞ্চ’-এর আহ্বান জানান আমির। তরিবৎ-সহ সেই দ্বিপ্রাহরিক খানা ও গল্প শেষ হয় বিকেলের চা-এর পর। পরের দিন ওয়েবর দম্পতিকে শ্যুটিঙে আসার আমন্ত্রণও জানান আমির।
কয়েক দিন আগেই এক সাক্ষাৎকারে, ‘এক পহেলি লীলা’-খ্যাত সানি লিওনকে জিজ্ঞাসা করা হয়েছিল, বলিউডের প্রথম সারির নায়কদের সঙ্গে কবে দেখা যাবে তাঁকে। উত্তরে তিনি বলেছিলেন, আমির খান হয়ত তাঁর সঙ্গে কাজ করতে রাজি হবেন না। কারণ, তাঁর ফেলে আসা ‘কর্মজীবন’।
সানির ওই খেদোক্তির উত্তর যে এ ভাবে পাবেন, তা বোধহয় আশা করেননি তিনি। লুধিয়ানায় শ্যুটিং করার সময়েই আমির টুইট করেন যে, তাঁর সানি লিওনের সঙ্গে কাজ করতে কোনও অসুবিধাই নেই। সানির ‘পাস্ট’ নিয়ে আমিরের কোনও সমস্যাই নেই।
এর পরের ঘটনা আরও বর্ণময়।
গত দশ দিন ধরে ‘দঙ্গল’ ছবির শ্যুটিং চলছে দিল্লিতে। আর সেখানেই একটি প্রোমোশনাল ইভেন্ট-এ আমন্ত্রণ ছিল সানি লিওন ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবরের। খবর পেয়ে, এক সঙ্গে ‘লাঞ্চ’-এর আহ্বান জানান আমির। তরিবৎ-সহ সেই দ্বিপ্রাহরিক খানা ও গল্প শেষ হয় বিকেলের চা-এর পর। পরের দিন ওয়েবর দম্পতিকে শ্যুটিঙে আসার আমন্ত্রণও জানান আমির। সেই নিমন্ত্রণ রক্ষা করেন সানি ও ড্যানিয়েল। ইউনিটে অনেকের সঙ্গে সেলফিও তোলেন সানি।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন