আমিরের সঙ্গে কোনও লড়াই নেই: সলমন

সহকর্মী আমিরের সঙ্গে কখনও লড়াই হয়নি, জানালেন সলমন খান। উল্টে আমির খানের আসন্ন ছবি ‘দঙ্গল’-এর প্রশংসা পঞ্চমুখ সলমন।
কয়েক মাস আগে একটি পার্টিতে দুজনের ঝামেলার কথা প্রকাশ্যে এসেছিল। এই নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এছাড়াও একটা চাপা সংঘাতের আবহাওয়া তৈরি হয়েছে আমিরের আসন্ন ছবি ‘দঙ্গল’ ও সলমনের আসন্ন ছবি ‘সুলতান’-এর মধ্যে। কিন্তু সলমন জানিয়ে দিয়েছেন, তাঁদের মধ্যে কোনও লড়াই নেই। বলেছেন, আমার এবং আমিরের সম্পর্কে কোনও চিড় ধরেনি। এনিয়ে মিথ্যে গুজব ছড়িয়েছে। তিনি আরও বলেন, তাঁর এবং আমিরের ছবির মধ্যে তুলনা টানায় তিনি মর্মাহত। দুটি একেবারেই ভিন্ন প্রেক্ষাপটের ছবি।
‘দঙ্গল’-এর প্রশংসা করে সলমন বলেন, এর চিত্রনাট্য বাস্তবিক প্রেক্ষাপটে তৈরি। এক কুস্তিগীর বাবা ও তাঁর দুই সন্তানের কাহিনি এর বিষয়বস্তু। অন্যদিকে তাঁর ছবি ‘সুলতান’ রোমান্সে ভরপুর। যুদ্ধ, ঐতিহাসিক পটে নির্মিত এর কাহিনি। দুটি ছবির মধ্যে একেবারেই তুলনা চলে না, বলেন তিনি।
সলমনের মতে, সিনেমাপ্রেমীরা সামনের বছর অসাধারণ দুটি ছবি উপহার পাবেন। এই নিয়ে কোনও হাস্যকর বিতর্ক তিনি চান না।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন