আমিরের ২৭ কেজি ওজন কমে গেল যেভাবে (ভিডিও)

আমির খানকে বলা হয় বলিউডের মি. পারফেকশনিস্ট। কারণ আমির খান চরিত্রের প্রয়োজনে নিজেকে যেকোনো রূপে পর্দায় হাজির করতে প্রস্তুত। আর বরাবরই তিনি তা করে দেখিয়েছেন। আর এ ঘটনার ব্যতিক্রম ঘটেনি তার নতুন ছবি ‘দাঙ্গাল’ এর ক্ষেত্রেও।
আমির খানের নতুন ছবি ‘দাঙ্গাল’ আর কিছুদিন পরেই আসছে ডিসেম্বরে মুক্তি পাবে। এই ছবিতে ভারতীয় কিংবদন্তি কুস্তিগীর মহাবীর ফোগাটের ভূমিকায় অভিনয় করছেন তিনি।
এই ছবিতে দর্শকরা একই সঙ্গে বুড়ো ও তরুণ আমিরকে দেখতে পাবেন। বুড়োর চরিত্রে অভিনয় করার জন্য নিজের ওজন বাড়িয়েছিলেন তিনি। আর তরুণের চরিত্রে অভিনয় করতে গিয়ে সেই ওজন আবার কমিয়ে ফেলেছিলেন।
সিনেমায় অভিনয় করার জন্য নিজের ওজন ৯৭ কেজি করেছিলেন আমির খান। পরে তরুণ চরিত্রে অভিনয় করতে গিয়ে সেই ওজন আবার কমিয়ে ৭০ কেজি করে ফেলেন তিনি। এই ২৭ কেজি ওজন কমাতে অনেক কষ্টই করতে হয়েছে তাকে।
জানা যায়, প্রথমে আমিরকে চিকন অবস্থায় শুটিং করে পরবর্তীতে মোটা অবস্থায় শুটিংয়ের পরামর্শ দেয়া হয়েছিল। তবে তিনি আগে মোটা অবস্থার শুটিং করে পরে চিকন অবস্থায় শুটিং করেন।
সম্প্রতি ইউটিউবে দঙ্গল সিনেমা তৈরির একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওটিতে আমির খানের ওজন বাড়ানো এবং কমানোর বিষয়টি তুলে ধরা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন