আমির খানের সাথে আরও কাজ করতে চায় সেই দারশিল

দারশিল সাফারিকে মনে আছে? ওই যে ‘তারে জমিন পার’ ছবির সেই ছোট ছেলেটি। শুনলে চমকে যাবেন, সেই দারশিল এখন আর ‘ছোট ছেলে’ নেই। ‘সে’ না বলে ‘তিনি’ বলতে হবে তাকে। দারশিল এখন ১৮ বছরের তরুণ! তো এই তরুণ আমির খানের সাথে আরও ছবি করার আগ্রহ দেখিয়েছেন। সূত্র- এনডিটিভি।
দারশিলের ভাষায়, অভিনয় সব সময়ই আমার নেশা হয়েই থাকবে। তবে আমির খানের সাথে বেশি বেশি অভিনয়ের সুযোগ পেলে সেই নেশা পূর্ণতা পাবে। আমির আংকেলের সাথে আরও কিছু ছবিতে অভিনয় করতে চাই।
দারশিল আরও জানান, সুযোগ পেলেই আমির আংকেলের সংস্পর্শে থাকার চেষ্টা করি। কোন ভূমিকায় আমার অভিনয় করা উচিৎ, কোন ভূমিকায় অভিনয় করা উচিৎ না -এসব নিয়ে তার কাছ থেকে পরামর্শ নিই। আমি যখন ‘তারে জামিন পার’ এর আমার ভূমিকার জন্য নিজেকে প্রস্তুত করছিলাম তখনও আমির খানের কাছ থেকে অনুপ্রেরণা নিয়েছি।
দারশিল জানান, বি-টাউনে আমির আংকেলের মাধ্যমেই আমার পথচলা শুরু হয়। তিনি আমার মেন্টর। তার পরামর্শে আমি অনেক দূর যেতে চাই। তার সাথে আরও ছবি করাটা আমার স্বপ্ন। কারণ, আমি তার মতো হতে চাই।
শিগগিরই দারশিলকে টেলিভিশন শো ‘সান ইয়ার ট্রাই মার’ –এ দেখা যাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন