আমির দলে ফেরায় খুশি আফ্রিদি
স্পট ফিক্সিং কেলেঙ্কারির দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবার পাকিস্তান দলে ফিরেছেন মোহাম্মদ আমির। আর তরুণ এই পেসারের প্রত্যাবর্তনে খুশি দলটির টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি।
২০১০ সালে লর্ডস টেস্টে স্পট ফিক্সিং কেলেঙ্কারির পর আসন্ন নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে আমিরকে দলে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আমির দলে ফেরায় নিজের খুশির অভিব্যক্তি জানিয়ে আফ্রিদি টুইট করেছেন, ‘আমির দলে ফেরায় আমি খুশি।’ পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি যখন প্রথম ইংল্যান্ডে তাকে (আমির) জিজ্ঞেস করেছিলাম, সে স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিল কি না, তখন সে সত্য বলেছিল। সে তার ভুল বুঝতে পেরেছে। সে পাকিস্তানের আদালত, জনগণ সবার সামনেই নিজের দোষ স্বীকার করেছে। তাই সে আরেকটি সুযোগ পেতেই পারে। আর অন্য দুজন (মোহাম্মদ আসিফ ও সালমান বাট) তো ঘটনার দুই-তিন বছর পরেও মিথ্যা কথা বলে গেছে।’
আমিরকে দলে ফেরানো নিয়ে অবশ্য বিতর্ক কম হয়নি। পাকিস্তানের কয়েকজন প্রাক্তন ক্রিকেটার তো ঘোর বিরোধিতা করে গেছেন আমিরকে দলে ফেরানোর ব্যাপারে। এমনকি আমিরকে যখন অনুশীলন ক্যাম্পে ডাকা হলো, তখন ক্যাম্প বর্জন করে বসলেন মোহাম্মদ হাফিজ আর আজহার আলী। আজহার তো ওয়ানডে অধিনায়কত্বও ছেড়ে দিতে চেয়েছিলেন।
আফ্রিদি অবশ্য হাফিজ ও আজহারের সিদ্ধান্তকে সম্মানই জানাচ্ছেন, ‘স্পট ফিক্সিংয়ের জন্য আমরা বেশ ভুগেছি। এটা আমাদের ক্রিকেটীয় ঐতিহ্যকে ধ্বংস করেছে। তবে আমির তার ব্যবহার ও পারর্ফম ভালো করে দলে ফিরেছে। আমাদের এখন সামনে এগিয়ে যাওয়া উচিত। আমিরকে অনুপ্রাণিত করা উচিত এবং প্রত্যাশা করা উচিত আমির যেন পাকিস্তান ক্রিকেটের সেবায় নিজেকে পুরোপুরি উৎসর্গ করে এবং অঙ্গীকারবদ্ধ থাকে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন