আমির বিশেষ কিছু: তামিম
ঢাকায় বিপিএলের প্রথম পর্বটা ভালো যায়নি চিটাগাং ভাইকিংসের। চারটি ম্যাচ খেলে তামিমদের জয় মাত্র একটিতে। পয়েন্ট টেবিলে এখন পঞ্চম অবস্থানে তারা। আগামীকাল থেকে তামিমদের ঘরের মাটি চট্টগ্রামে শুরু হচ্ছে বিপিএলের দ্বিতীয় পর্ব।
এবারের আসরে চিটাগাং ভাইকিংস দলের বড় অস্ত্র পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। চার ম্যাচে ৬.৬৫ ইকোনোমি রেটে তিনি নিয়েছেন ৬ উইকেট। প্রতিটি ম্যাচে নিয়ন্ত্রিত বোলিং করেছেন তিনি।
আগামীকাল সোমবার দুপুর দুইটায় বরিশাল বুলসের বিপক্ষে মাঠে নামবে চিটাগাং ভাইকিংস। এই ম্যাচ সামনে রেখে দলের অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, প্রথম পর্ব আমাদের ভালো যায়নি। আমরা কিছু ক্লোজ ম্যাচ হেরেছি। সেটি এখন অতীত। ঘরের মাটিতে আমরা ভালো কিছু পাওয়ার আশা করছি। এখানের চারটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে আগামীকালের ম্যাচ। কারণ, এখানে আমরা জয় দিয়ে শুরু করতে চায়।
তামিম আরও বলেন, আমির আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে আমাদের দলের জন্য বিশেষ কিছু। সে তার কাজ ভালোভাবেই করছে। দলের অন্য খেলোয়াড়দের জ্বলে ওঠার এখনই সময়।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন