আমি অবশ্যই বাংলাদেশে যাবো : মঈন আলী

জুলাইয়ে গুলশানে সন্ত্রাসী হামলার পর ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা জেগেছিল। এরপর নিরাপত্তা বিশ্লেষণ করে বাংলাদেশে আসতে রাজি হয়েছে ইসিবি। এটা টাইগারদের জন্য বড় সুসংবাদ। যদিও ইয়ান মরগান, প্লাঙ্কেটরা এই সফরে আসা নিয়ে দোটানায় রয়েছেন। কিন্তু তাদের পথে হাঁটেননি মঈন আলী। ইংলিশ তারকা এই অলরাউন্ডার জানালেন, দলে নির্বাচিত হলে অবশ্যই বাংলাদেশ সফরে আসবেন তিনি।
গোটা বিশ্বই এখন নিরাপদ নয়। সুতরাং বাংলাদেশকে আলাদাভাবে ঝুঁকিপূর্ণ মনে করার মানে দেখছেন না মঈন। তাই বাংলাদেশে আসা নিয়ে তিনি বলেন, ‘দলে নির্বাচিত হলে আমি অবশ্যই (বাংলাদেশে) যাবো। সবকিছু যেভাবে চলছে তাতে আমি খুব খুশি। আমি বাংলাদেশে পাঁচ বা ছয়বার খেলেছি। আমার মনে হয়, বিশ্বের কোথাও এখন কেউ নিরাপদ নন। যে কেউই যে কোনো সময় আক্রান্ত হতে পারেন।’
তিনি আরো বলেন, ‘প্রত্যেকে আলাদাভাবে চিন্তা করছে। তাদের নিজস্ব অভিমত আছে। একটা দল হিসেবে অন্যদের মতামতও বিবেচনায় নিতে হবে। তবে এটা ব্যক্তি বিশেষের ওপর নির্ভর করে। কারো ওপরে জোর দেয়া হচ্ছে না।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন