‘আমি এখন জানি কি করা উচিত, কিভাবে চলা উচিত’
বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটসম্যান নাসির হোসেন সম্প্রতি হতাশা জনক সময় পার করছেন। গত এশিয়া কাপ থেকেই একাদশে থাকলেও মাঠে নামার সুযোগ তেমন একটা পাননি। টি টোয়েন্টি বিশ্বকাপে সাইড বেঞ্চে বসেই দেখেছেন দলের পরাজয়। এক সময়ের ফিনিশার খ্যাত এই ব্যাটসম্যানের হতাশা তাই বেশি থাকবে এটাই স্বাভাবিক।
তবে নাসির জানালেন নিজেকে প্রমাণ করে ফিরে আসতে চান আবারও আন্তর্জাতিক ক্রিকেটে। এবং তিনি এখন জানেন কখন কি করতে হবে। একটি বেসকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে নাসির বলেন, ‘আমি এখন জানি কি করা উচিত, কিভাবে চলা উচিত আর কি করা নয়। আগে ছোট ছিলাম, খেলতাম আর এনজয় করতাম, ফান করতাম। তখন বুঝিনি। এসব জিনিস এখন বুঝতে পারছি। আমি আবার কামব্যাক করবো ইনশাআল্লাহ।’
সব কিছু ভুলে নাসির ভালো পারফর্মেন্স করতে চান আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল)। ডিপিএলে ভালো পারফর্মেন্স করলে তবেই আবারও তিনি ফিরতে পারবেন আন্তর্জাতিক অঙ্গনে। এমনটাই বিশ্বাস এই তরুণ টাইগার ক্রিকেটারের।
এর আগে শোনা গিয়েছিল উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের সঙ্গে নাকি বাকবিতন্ডায় জড়িয়ে পড়েছিলেন নাসির। সেই কারণেই উপেক্ষিত ছিলেন এশিয়া কাপ এবং বিশ্বকাপেও।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন