আমি এখন নানি হয়েছি : চম্পা

অভিনেত্রী চম্পা নানি হয়েছেন। তাঁর একমাত্র মেয়ে এশা সম্প্রতি যমজ ছেলের জন্ম দিয়েছেন। গেল ২৫ অক্টোবর সিঙ্গাপুরের থমসন মেডিকেল সেন্টারে এশা যমজ সন্তানের জন্ম দেন বলে জানিয়েছেন চম্পা।
সিঙ্গাপুরে মেয়ের পরিবারের সঙ্গে চার মাস ছিলেন তিনি। সম্প্রতি সবাইকে নিয়ে দেশে ফিরেছেন গুণী এই অভিনয়শিল্পী।
নানি হওয়ার পর কেমন লাগছে জানতে চাইলে চম্পা বলেন, ‘এ অনুভূতি অনেক মধুর। আমার তো একটাই সন্তান। আমার মা হওয়ার অনুভূতি ছিল চমৎকার। এখন একসঙ্গে দুই নাতি পেয়ে আমি আনন্দে দিশেহারা হয়ে যাচ্ছি। আমার যেহেতু ছেলেসন্তান নেই, তাই দুই নাতিকে একসঙ্গে দেখতে পেয়ে ভীষণ আনন্দ হচ্ছে।’
চম্পা আরো বলেন, ‘আমার বয়স যে বাড়ছে এটা নিয়ে মোটেও বিচলিত নই আমি। কারণ প্রতিটি বয়সের আলাদা সৌন্দর্য আছে। তবে এখন যেহেতু আমি নানি হয়েছি, তাই আমাকে সুস্থ থাকতে হবে। নিজের মন আরো ভালো রাখতে হবে। তা না হলে সুস্থ থাকব কী করে?’
এদিকে নাতি দুজনের নাম কী রাখা হয়েছে জানতে চাইলে চম্পা বলেন, “তাদের নাম আমরা রেখেছি আরজান ও আরিশ। আর আমি আপাতত ঠিক করে রেখেছি আমার নাতিরা আমাকে ‘নিনি’ বলে ডাকবে। তবে আরো ভালো হতো যদি আমার ভক্তরা ঠিক করে দিতেন, কী নামে ডাকবে আমাকে নাতিরা? আমি তাঁদের দেওয়া নাম শোনার জন্য অপেক্ষায় থাকব।”
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন