‘আমি কাদের সিদ্দিকী হিসেবেও কোনো অনুষ্ঠানের দাওয়াত পাইনি’

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘দেশে প্রথমবারের মতো গণহত্যা দিবস জাতীয়ভাবে পালন করা হচ্ছে। মুক্তিযোদ্ধাসহ সবাই মিলেমিশে দিবস পালন করছে, অথচ আমি কাদের সিদ্দিকী হিসেবেও কোনো অনুষ্ঠানের দাওয়াত পাইনি।’
গতকাল শনিবার রাতে টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে মুক্তিযুদ্ধবিষয়ক ‘রক্তাক্ত মানচিত্র’ গ্রন্থের প্রকাশনা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাদের সিদ্দিকী এসব কথা বলেন।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, যে জাতির ঘৃণা নেই, মানবতা নেই, মায়া-মমতা, ভালোবাসা নেই তারা কোনো জাতিই নয়। তিনি বলেন, আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবসের স্বীকৃতি লাভের জন্য সরকার চেষ্টা করবে। ২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পেতেই পারে। তবে তা পেতে একটু সময় লাগবে।
মুক্তিযোদ্ধা আবদুস সবুর খান বীরবিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সহসভাপতি খন্দকার নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক কবি মাহমুদ কামাল, ‘রক্তাক্ত মানচিত্রের’ রচয়িতা কবি মুসাফির, আইনজীবী আলরুহী।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন