আমি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নায়িকা না : পরী মনি

‘আমি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নায়িকা না। আমি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির নায়িকা। এই পর্যন্ত আনুমানিক ৩০টা প্রডাকশন হাউজের সঙ্গে কাজ করেছি। আমার কাছে জাজও একটা প্রডাকশন হাউজ মাত্র।’— কথাগুলো বলছিলেন এই সময়ের ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরী মনি।
সম্প্রতি বাংলাদেশের সনামধন্য চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় মালেক আফসারি পরিচালিত ‘রক্ত’ সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন পরী। এরপর নানা প্রশ্নের সম্মুখিন হতে হয়েছে তাকে।
পরী তার অবস্থান পরিষ্কার করতে বুধবার সকালে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেছেন, ‘জাজও আমার এই ৩০টা হাউজের বাইরে মঙ্গল গ্রহের মতো আশ্চর্যজনক কিছু না। তবে এই সময়ের সব থেকে বড় প্রডাকশন হাউজ সেটা অস্বীকার করার কিছু নেই। জাজ এর সুনাম অবস্থান কাজের কোয়ালিটি সম্পর্কে সবাই ভালো জানেন। একজন অভিনেত্রী হিসেবে আমি অবশ্যই চাই বড় হাউজে কাজ করতে। আমি যতগুলো হাউজে কাজ করেছি সবগুলোকে আমার নিজের এবং আপন ভেবেই কাজ করছি। জাজ ও আমার আপন।’
পরী আরও লিখেন, ‘এই ছবিটা যেমন জাজ এর ছবি, তেমনি এটা নির্মাতা মালে আফসারি স্যারের ছবি। এই প্রডাকশনের সব মেম্বারের ছবি। হিরো রোশান এর ছবি। আমার ছবি। এটা আমাদের বাংলার ছবি, বাংলাদেশর ছবি।’
অভিমান করেই পরী তার স্ট্যাটাসে লিখেছেন, ‘যেদিন আমি ‘রক্ত’ ছবিতে সাইন করলাম সেদিন থেকে আমার অনেক নির্মাতা প্রচণ্ড রকম দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেলেন। পরদিন থেকে একজনের পর একজন আসলেন তাদের ডেট রিকনফার্ম করতে। আমি ভীষণ অবাক হলাম। তাদের ধারণা এই বুঝি আমি আমার সারা বছরের ডেট জাজকে দিয়ে দিলাম। যেদিন আমি এই ছবি সাইন করলাম সেদিন থেকে আমার ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই আমাকে কেমন অচেনা অপরিচিত মানুষের নজরে দেখতে শুরু করলো। মনে হলো আমি তাদের পরিবারের অনেক দূরে চলে গেছি। বিশেষ করে আমার কাছের কোআর্টিস্টদের এই আচরণ- আমার কাছে সত্যি অসহনীয়, অনেক বেশি কষ্টকর।’
স্থায়ীভাবেই পরী জাজের নায়িকা হলেন কি না এমন প্রশ্ন পরীর সামনে এসেছে বারবার। এই প্রশ্নের উত্তরে পরী লিখেন, ‘অন্যরা বলতে এর আগে সব নায়ক নায়িকারা যখন জাজ এর হাউজে এ কাজ করেছে তখন কেবল জাজেরই কাজ করেছে। জাজের বাইরে কাজ করেছে কোনো একটা নির্দিষ্ট সময়ের পর। আমার সেই নির্দিষ্ট সময়টা নেই। সেই সময়টা আপনারা আমাকে আগেই হাত ধরে পার করে দিয়েছেন আমি টেরও পাইনি।’
বর্তমানে ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবির শেষ লটের কাজে ব্যস্ত রয়েছে পরী মনি। শামীমুল ইসলাম শামীমের পরিচালনায় এ ছবিতে তার বিপরীতে রয়েছেন কায়েস আরজু।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন