‘আমি গর্বিত, আমি মোসাদ্দেকের মা’
দেশের শততম টেস্টের প্রথম ইনিংসে অর্ধশতক হাঁকিয়ে বিস্ময়কর রেকর্ড গড়েছেন অভিষিক্ত মোসাদ্দেক হোসেন সৈকত। লঙ্কা বধের পেছনে ময়মনসিংহের এ ছেলের নজরকাড়া পারফরম্যান্স ঐতিহাসিক এ টেস্টে জয়ে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সেজন্য টাইগার বাহিনীর সঙ্গে প্রশংসার জোয়ারে ভাসছেন মোসাদ্দেকও।
এজন্যই কিনা উচ্ছ্বাস-আনন্দের ফল্গুধারা বইছে ক্রিকেট-সংস্কৃতির সূতিকাগার ময়মনসিংহে। টাইগারদের ভয়ঙ্কর গর্জনে তার নিজ জেলা ময়মনসিংহের লাখো ক্রীড়ামোদী মানুষের
গলায় আজ যেন গানের সুর উঠেছে ‘আহা কী আনন্দ আকাশে-বাতাসে…। ’
রোববার (১৯ মার্চ) বিকেলে বাংলাদেশের জয় নিশ্চিত হওয়ার পর মোসাদ্দেকের ময়মনসিংহ শহরের কাঁচিঝুলি গোলাপজান রোডের বাসায় গিয়ে দেখা গেলো অভূতপূর্ব এক দৃশ্য। মোসাদ্দেক তথা বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যে সেখানে বাঁধভাঙা আনন্দের জোয়ার।
শহরের বিভিন্ন এলাকা তো বটেই, ত্রিশালসহ বিভিন্ন উপজেলায়ও হয়েছে আনন্দ মিছিল।
বাংলাদেশ দলের ৮৬তম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্যাপ মাথায় উঠেছিল মোসাদ্দেকের। নতুন টেস্ট ক্যাপ মাথায় নিয়ে খেলতে নেমেই ৭৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন এ তরুণ তুর্কি, তার এ রান ভূমিকা রাখে বাংলাদেশের জয়ের ভিত স্থাপনে। এই ইনিংসের কারণে বাংলাদেশ ক্রিকেট দলের শততম টেস্টের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বসিত মোসাদ্দেকের পরিবারের সদস্যরাও।
মোসাদ্দেকের মা হোসনে আরা বেগম সাংবাদিকদের বলেন, ‘দলের জয়ে মোসাদ্দেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ আনন্দের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। ’
ছেলের অসাধারণ সাফল্যে হোসনে আরা’র যেন আনন্দের সীমা নেই। জানালেন, ‘পরশু রাতে মোসাদ্দেকের সঙ্গে কথা হয়েছে। মোসাদ্দেককে বলেছি, বাবা তুমি ভাল ব্যাটিং করেছো। মোসাদ্দেক বলেছে মা দোয়া করো, আমরা যেন জিততে পারি। ’রোববার (১৯ মার্চ) সকাল থেকেই বাসায় টিভি সেটের সামনে বসে পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে খেলা দেখেছেন মা হোসনে আরা।
তিনি বললেন, ‘অভিষেক টেস্টেই আমার ছেলের ব্যাট হেসেছে। দলও জিতেছে। আমি গর্বিত, আমি মোসাদ্দেকের মা’।
ময়মনসিংহের লাখো ক্রীড়ামোদী ও জেলার ক্রীড়া সংগঠক মোসাদ্দেককে মোবারকবাদ জানিয়েছেন।
মা বললেন, ‘মোসাদ্দেক বাংলাদেশের ১৬ কোটি মানুষের প্রত্যাশা পূরণ করেছে। এমন ধারাবাহিকতা অব্যাহত থাকুক। মোসাদ্দেক আরো ভাল করুক। ’
মোসাদ্দেকের ছোট ভাই মোসাব্বির হোসেন মুনও ক্রিকেটার। ময়মনসিংহ প্রিমিয়ার লিগে খেলছেন এসট্রো ফার্মার হয়ে। উচ্ছ্বসিত মুন বলছিলেন, ‘মোবাইলফোনে ক্ষুদে বার্তা বা কল করে অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের। এ মহাকাব্যিক জয়ে গোটা দেশের সঙ্গে আনন্দে ভাসছে দেশের ক্রিকেটে অনেক দাপুটে খেলোয়াড়ের জন্ম দেওয়া ময়মনসিংহ। ’
ময়মনসিংহ পৌরসভার মেয়র ও ঐতিহ্যবাহী পন্ডিতপাড়া ক্লাবের সভাপতি মো. ইকরামুল হক টিটু বলেন, ময়মনসিংহ অনেক কৃতি ক্রিকেটারের জন্ম দিয়েছে। মোসাদ্দেক নিজের অভিষেক টেস্টেই অসাধারণ পারফরম্যান্স করেছে। তাকে অভিনন্দন, বিশ্বকে আরেকবার টাইগারদের গর্জন শুনিয়ে দেওয়ার জন্য।
এই সংক্রান্ত আরো সংবাদ
বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
নতুন ফরমেটের চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরের প্রথম ছয় ম্যাচের তিনটিবিস্তারিত পড়ুন
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন