‘আমি গাধাকে ঘোড়া বলতে পারব না’
‘সংগঠনবিরোধী’ কর্মকাণ্ডের জন্য বিধায়ক (এমএলএ) আর কে রায়কে সাময়িক বরখাস্ত করেছে ভারতের বিরোধীদল কংগ্রেসের ছত্তিশগড় শাখা।
গতকাল মঙ্গলবার আর কে রায়কে বরখাস্ত করা হয়।
বরখাস্তের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রায়। তাঁর মতে, দলের সহসভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে বলায় তাঁকে বরখাস্ত করা হয়েছে।
‘আমাকে বলা হয়েছে, (অতীতে) রাহুল গান্ধীর বিপক্ষে মন্তব্য করায় আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি গাধাকে ঘোড়া বলতে পারব না। দল যদি মনে করে, আমার পর্যবেক্ষণ ভুল, তাহলে সেটা হবে অন্ধ অথবা অন্ধ ব্যক্তির মতো কাজ’, এক বিবৃতিতে বলেন রায়।
‘এ সিদ্ধান্তে (বরখাস্ত) আমি মোটেই বিষণ্ণ নই। কারণ, আমি আদিবাসীদের প্রকৃত ও সরব প্রতিনিধি। এখন আমি মুক্ত’, যোগ করেন রায়।
বরখাস্ত হওয়ার পর আর কে রায় ছত্তিশগড় রাজ্যের জনতা কংগ্রেস পার্টির প্রধান অজিত যোগীর সমর্থক হবেন বলে মনে করা হচ্ছে।
ছত্তিশগড় প্রদেশ কংগ্রেস কমিটির (সিপিসিসি) সমন্বয় কমিটির এক বৈঠকে গুন্দারদেহির এই বিধায়ককে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ‘সংগঠনবিরোধী’ কর্মকাণ্ডের জন্য তাঁকে শোকজ করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন