আমি ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিই : জয়া
বাংলাদেশী মডেল ও অভিনেত্রী জয়া আহসান। মডেলিং ও টিভি নাটকের পাশাপাশি তিনি চলচ্চিত্রে অভিনয় করেও বেশ সুনাম অর্জন করেছেন। ১৯৪৭ সালের দেশভাগের পটভূমিতে নির্মিত ‘রাজকাহিনী’ ছবিতে অভিনয় করে সাড়া ফেলেছেন বাংলাদেশের জনপ্রিয় জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ছবিতে জয়া ছাড়াও আরো অভিনয় করেছেন ওপার বাংলার ঋতুপর্ণা সেনগুপ্ত, সায়নী ঘোষ, পার্ণো মিত্র, প্রিয়াঙ্কা সরকার, সোহিনী সরকার, ঋধিমা ঘোষ, দিতিপ্রিয়া রায়, এনা সাহা, কৌশিক সেন প্রমুখ।
জয়া সম্প্রতি এক সাক্ষাতকারে বলেন, আমার জীবনটা আমি চলচ্চিত্রের জন্য উৎসর্গ করেছি। আমার ব্যক্তিগত কোনো স্বপ্ন নেই, কারণ আমি চলচ্চিত্রের স্বপ্ন নিয়েই বেঁচে আছি। আমি একা একা সময় কাটাতে পছন্দ করি। আমার বেডরুমে জানালা থেকে একটা গুলমোহর গাছ দেখা যায়। ওই গাছটার দিকে তাকিয়েই আমি ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিই। রাস্তায় একা একা হাঁটি, মানুষজন দেখি, কলকাতার প্রতিটি কোনা ঘুরে দেখার চেষ্টা করি। আর আমি গান শুনতে খুব পছন্দ করি। তাই আমার আইপড সব সময় আমার সঙ্গেই থাকে। এখানে আমার অল্প কিছু বন্ধুবান্ধব হয়েছে। তাদের সঙ্গেও ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিয়ে কাটাই। আমি মাত্র কোলাকাতায় আমার ক্যারিয়ার শুরু করেছি এবং আমার নিজেকে প্রমাণ করতে হবে। আমাকে আরো অনেক দূর যেতে হবে এবং আমি মাত্র সূচনালগ্নে রয়েছি। নিজেকে প্রমাণ করার জন্য আমি একটা চ্যালেঞ্জিং চরিত্রের অপেক্ষায় আছি। এখানকার পরিচালকরা ঝুঁকি নিতে ভয় পান।
তিনি আরো বলেন, ‘আবর্ত’ করার পর আমি একই ধরনের চরিত্র করার জন্য অনেক অফার পেয়েছি। তাই একটা বিরতি নিলাম। এরপর রাজকাহিনীতে সৃজিত একটা দুর্দান্ত চরিত্রের প্রস্তাব দিল। আমি সেটা লুফে নিলাম। দর্শকরা দেখার পর তাঁদের রায় দেবেন জয়া আহসান আসলেই অভিনেত্রী কি না! আমি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে চাই, যাতে আমি আমার অভিনয় প্রতিভাকে ঝালিয়ে নিতে পারি। বাংলাদেশের পরিচালকরা আমাকে দিয়ে বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করান, আমার ওপর তাদের সেই আস্থাটা রয়েছে। কয়েকদিন পরেই বাংলাদেশে আমার একটি ছবি মুক্তি পাবে, সেখানে আমি সার্কাসে কাজ করা এক মেয়ের চরিত্রে অভিনয় করেছি। আরেকটি ছবিতে নারী সুপারহিরো চরিত্রে অভিনয় করেছি।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন