রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আমি তাকে জীবিত, অক্ষত ফেরত পেতে চাই: ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা

বাংলাদেশে অপহৃত লেখক-সাংবাদিক ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আক্তার বলেছেন, তিনি ক্রমশ: তার স্বামীর পরিস্থিতি নিয়ে শঙ্কিত হয় পড়ছেন।

বিবিসি বাংলা-কে দেয়া এক সাক্ষাৎকারে ফরিদা আক্তার বলেন, তার স্বামীর জন্য দেশের সকলকে এগিয়ে আসা উচিত।

‘আমি তাকে জীবিত, অক্ষত ফেরত পেতে চাই, আমি এ বিষয়ে কোনো আপোষ করব না’, বলেন ফরিদা আক্তার।

তিনি আরও বলেন, ‘দেশের মানুষ, সরকার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সবার কাছে আমার একটি আবেদন, আমি তাকে জীবিত এবং অক্ষত অবস্থায় ফেরত পেতে চাই।’

৩ জুলাই সোমবার ভোরে ঢাকার শ্যামলী এলাকায় নিজ বাসা থেকে অজ্ঞাত পরিচয় লোকজন ফরহাদ মজহারকে নিয়ে যায় বলে সন্দেহ করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ তার বাসায় যায়, এবং খুলনাসহ দেশের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান হয়েছে বলে জানা গেছে।

ফরিদা আক্তার বলেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর তার ভরসা আছে, কিন্তু তা সত্ত্বেও তিনি মনে করেন এই অপহরণ সবার উদ্বেগের বিষয় হওয়া উচিত।

‘আমি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে উদ্যোগ দেখতে চাই’, বলেন তিনি।

ঢাকায় শ্যামলীর নিজের বাসা থেকে ভোর পাঁচটার দিকে একটা ফোন পেয়ে বের হয়ে যান বামপন্থী চিন্তাবিদ ফরহাদ মজহার, যিনি সাম্প্রতিক বছরগুলোতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জোরালো লেখা-লেখি করেছেন ।

ফরিদা আক্তার বলেন, যে সকালের দিকে তার স্বামী তাকে ফোন করে জানান যে তাকে অপহরণ করা হয়েছে।

‘কতক্ষণ পরে একটি ফোন আসলো, তিনি বললেন, মনে হয় ওরা আমাকে ধরে নিয়ে যাচ্ছে, মেরে ফেলবে,’ ফরিদা আক্তার বলেন।

তিনি বলেন, ‘তার গলাটা শুনে বোঝা যাচ্ছিল উনি ভীত অবস্থায় ছিলেন।’

কিছুক্ষণ পরে আবার ফোন করে ফরহাদ মজহার ফরিদা আক্তারকে বলেন যে অপহরণকারীরা টাকা চাইছে, টাকা দিলে ছাড়বে। ফরিদা আক্তার বলেন, ‘সকালের দ্বিতীয়বারের ফোনে বললেন, ১০টার মধ্যে ৩৫ লক্ষ টাকা দিতে হবে। তবে কখন কোথায় দিতে হবে, সেসব বলেন নাই।’

ফরিদা আক্তার বলেন, তিনি কোন গোষ্ঠীকে এই অপহরণের জন্য সন্দেহ করছেন না।

‘উনি লেখা-লেখি করেন, সবাই জানেন উনি কী ধরণের চিন্তা-ভাবনা করেন, কাজেই এখানে সন্দেহ করার মত কিছু নেই’, বলেন তিনি।

ফরিদা বলেন, তারা যখনই যা তথ্য পাচ্ছেন সেটা পুলিশকে দিচ্ছেন। পুলিশ তাদের মত করে কাজ করছে এবং তাদের ওপর আস্থা রয়েছে। কিন্তু তিনি চান যাতে দেশের সবাই এ বিষয়ে এগিয়ে আসে।

এর আগে, পুলিশ শ্যামলীর ওই বাসার সিসিটিভি ফুটেজ দেখে জানায়, তারা দেখেছেন ফরহাদ মজহার একা স্বাভাবিকভাবেই বাসা থেকে বের হয়ে যান।

তেজগাঁও জোনের উপ-কমিশনার বিপ্লব সরকার বলেন, ‘এরপর কী ঘটেছে সেটা তাদের কাছে এখনও রহস্য। এ রহস্য উদঘাটনের জন্য আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করছি। তথ্যপ্রযুক্তির সহায়তাও নিচ্ছি। এর বেশি কিছু এখন বলা সম্ভব না।’

অপহরণ করা হয়েছে এমন তথ্য দিয়ে আদাবর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।

সূত্র: বিবিসি বাংলা

এই সংক্রান্ত আরো সংবাদ

রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন

জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে ‍সুবিধা পাওয়া যাবে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন

ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • শাকিব: আমার ক্যারিয়ারের সব বিগ হিট সিনেমা ঈদ ছাড়াই এসেছে
  • এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১.১% মানুষ, সংস্কার শেষে ৬৫.৯%
  • ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের সংঘর্ষ
  • ডেঙ্গুতে একদিনে আরও ১০ মৃত্যু
  • জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার পরামর্শ কমিশনের
  • দেশের সংকটে যে সমাধান দেখছেন তারেক রহমান
  • যে কারণে প্রতিমন্ত্রীর বাড়ির সামনে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছিলেন বাণিজ্য উপদেষ্টা
  • ‘হেফাজতের আপত্তির মুখে’ নারায়ণগঞ্জে লালন মেলা বন্ধ
  • স্বর্ণের দামে ফের বড় লাফ, এগোচ্ছে নতুন রেকর্ডের দিকে
  • টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
  • রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা