আমি তাকে ভালবাসি: আলিয়া

আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রার প্রেম গুঞ্জন নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন হিসাব কষে যাচ্ছেন বলিউডের নীতি-নির্ধারকেরা। কিন্তু কখনও তাদের মুখ থেকে আসল সত্য কেউ এখন পর্যন্ত উদঘাটন করতে পারেনি। অবশেষে আলিয়া নিজের মনের কথা স্বীকার করে নিলেন।
বর্তমানে আলিয়া, সিদ্ধার্থ ও ফাওয়াদ খান নিজেদের নতুন সিনেমা ‘কাপুর এন্ড সন্স’ এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন। এখন তাদের বিভিন্ন প্রশ্ন করার সুযোগও পাচ্ছেন সাংবাদিকেরা। এখানেই ঘটে গেল কাহিনী।
ছবির প্রচারণার ফাঁকে আলিয়াকে জিজ্ঞেস করা হয়, ‘সিদ্ধার্থের সাথে শুটিং করা কি কঠিন কোন বিষয় ছিল?’ সেই প্রশ্নের জবাবে আলিয়া জানান, ‘আপনারা যেভাবে কথা বলছেন, মনে হচ্ছে যে ছবির কাহিনী এখনি বের হয়ে গেছে। হ্যাঁ, আমি তাকে ভালবাসি। এখানে কোন চিন্তার কারণ নেই। অন্য সবসময়ের মত তার সাথে কাজ করে আমি আনন্দিত।’
এই ছবিতে চুক্তিবদ্ধ হবার পর থেকে আলিয়া ও সিদ্ধার্থকে কখনও আলাদা দেখা যায় নি। বেশিরভাগ সময়ে তাদের একত্রে দেখা গেছে। তাদের একসাথে চলাচল এবং তাদের মাঝের রসায়ন দেখে যে কেউ বলতে পারে তাদের মাঝে বন্ধুত্বের চেয়ে বেশি সম্পর্ক বিদ্যামান। তবে আলিয়া নিজমনের প্রকাশ হয়ত অজান্তে করে ফেলেছেন। এখন অপেক্ষা সিদ্ধার্থের মুখ খোলার।–সুত্র: ইন্ডিয়া টুডে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন