আমি নিজের জন্য কখনও খেলি না: এনামুল হক বিজয়
২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন এনামুল হক বিজয়। ৩১ তম ওভারের শেষ বলে বাউন্ডারি বাঁচাতে গিয়ে কাঁধে ব্যথা পান তিনি।
সেই আঘাতে বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল তার। সেই সঙ্গে জাতীয় দলে অনিয়মিত হওয়াটাও শুরু হয় এনামুলের। ইনজুরি কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জাতীয় দলে সুযোগ পেলেও মাঠে নামা হয়নি তার।
এর জন্য অপেক্ষা করতে হয় গত নভেম্বরের জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ পর্যন্ত। তারপরও নিয়মিত হতে পারেননি তরুণ এই উইকেট কিপার ব্যাটসম্যান।
‘বিজয় নিজের জন্য খেলে’ কিংবা ‘তার খেলার ধরন পরিবর্তন জরুরি’ এমন অভিযোগে জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না তিনি। অবশ্য বিজয়ের সাম্প্রতিক পারফরম্যান্সও খুব একটা ভালো নয়। গড়পড়তা পারফরম্যান্স করে যাচ্ছেন তিনি। ওপেনার হিসেবে অপশন বেশি থাকার কারণে সুযোগ হচ্ছে না তার।
সর্বশেষ প্রিমিয়ার লিগে এনামুলের ব্যাট থেকে এসেছে ৪৯৯ রান। যদিও নিজের পারফরম্যান্সে খুব বেশি খুশি নন তিনি। এ প্রসঙ্গে বিজয় বলেন, ‘প্রিমিয়ার লিগে চেষ্টা করেছি ভালো করার। যদিও আরও ভালো করা উচিত ছিল।’
নিজের বিরুদ্ধে আসা অভিযোগ প্রসঙ্গে এনামুল হক বিজয় জানান, জাতীয় দলের জার্সিতে নিজের জন্য কখনও খেলি না। দলের স্বার্থে সব সময় খেলার চেষ্টা করি।
বিজয় আরও বলেন, প্রিমিয়ার লিগে চেষ্টা করেছি নিজের জন্যে খেলার। স্ট্রাইক রোটেট করার। প্রিমিয়ার লিগে একটা রিদমে এসেছি। আশা করছি সুযোগ আসলে দেশের জন্যে খেলার চেষ্টা থাকবে।
একজন খেলোয়াড় যখন লাল-সুবজ জার্সি গায়ে মাঠে নামে তখন সে কখনও চিন্তা করে না, যে নিজের জন্যে খেলার। ছোটবেলা থেকে একজন খেলোয়াড়ের স্বপ্ন থাকে সে কিভাবে জাতীয় দলের জার্সি গায়ে জড়াবে। আমারও একই স্বপ্ন হয়েছিল। এখনও স্বপ্ন দেশের হয়ে নিয়মিত খেলার। আশা করি নতুন বিজয়কে দেখা যাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন