‘আমি প্রেগন্যান্ট, মৃতদেহ নই’
মা হচ্ছেন কারিনা কাপুর। এ খবর বলিউডের আনাচে কানাচে। আর এই খবরের কারণেই বিরক্ত কারিনা। এর কারণও আছে। মিডিয়া যেভাবে কারিনার পেছনে লেগেছে তাতে বিরক্ত হওয়াই স্বাভাবিক। কেননা, কারিনার হওয়া নিয়ে মিডিয়াতে জল কম ঘোলা হয়নি।
মিডিয়াতে কখনও খবর হয়েছে, মেটারনিটি লিভে চলে গিয়েছেন কারিনা। কখনও বা হেডলাইনে এসেছে ছবির কাজ বন্ধ করে আপাতত কেরিয়ারে ব্রেক নেবেন। তার প্রেগন্যান্সি নিয়ে মিডিয়ার বাড়াবাড়িতে বেশ বিরক্ত নায়িকা। তাই এ বার মিডিয়াকেই একহাত নিলেন।
করিনার কথায়, ‘আমি প্রেগন্যান্ট, কোনও মৃতদেহ নই। এমন ভাবে আলোচনা হচ্ছে যেন আমি মরে গিয়েছি। আর মেটারনিটি ব্রেক মানেটা কী? সন্তানের জন্ম দেওয়া তো খুব সাধারণ ব্যাপার। প্লিজ আমাকে আলাদা ভাবে ট্রিট করা বন্ধ করুন। আমি এখনও কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, ‘যাদের সমস্যা হচ্ছে, তারা আমার সঙ্গে কাজ করবেন না। আমরা তো ২০১৬-তে রয়েছি ১৮০০ সালে নয়। মিডিয়ার ব্যবহার দেখে মনে হচ্ছে, তখনকার মানুষ অনেক বেশি সভ্য ছিল।’
করিনার স্পষ্ট ভাবে জানিয়েছেন, তাকে নিয়ে এ সব আলোচনা এখনই বন্ধ হওয়া উচিত। বিয়ে করা বা সন্তান হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। সকলেই এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান। তাই তাঁর ক্ষেত্রেও এটা আলাদা কিছু নয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন