সোমবার, নভেম্বর ৩, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আমি বাঙালি মানুষ, সাদামাটা খাবারেই খুশি : কাঞ্চন মল্লিক

আড়ালে-আবডালে অনেকে অনেক কথাই বলে। কেউ বলে ‘তালপাতার সেপাই’, আবার কেউ বলে ‘সজনে ডাঁটা’। কিন্তু এসব কথায় কিছু যায়-আসে না তাঁর। বরং নিজের কাজটা আরো মন দিয়ে করে দিনের পর দিন দর্শকদের কাছে হাসির অন্যতম ভাণ্ডার হয়ে উঠেছেন টলিউডের অন্যতম কৌতুকাভিনেতা কাঞ্চন মল্লিক।

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু বহুদিনের। অভিনয় থেকে সঞ্চালনা—সবেতেই পারদর্শী তিনি। কাঞ্চন মল্লিক মানেই দর্শকদের বাড়তি চাহিদা। কাঞ্চন মল্লিক মানেই দমফাটা হাসির বিস্ফোরণের অপেক্ষা। দুই বাংলা ঘিরে রয়েছে তাঁর অফুরন্ত ভক্ত।

সেই কাঞ্চন মল্লিক এবার ভারতীয় একটি টিভি চ্যানেলে (কালার্স বাংলা) অভিনেত্রী অপরিজাতা আঢ্যর সঙ্গে হাতে হাতা-খুন্তি নিয়ে সঞ্চালকের ভূমিকায় অবতীর্ণ। ‘রান্নাঘরে রকস্টার সিজন টু’ নামক টিভি শোতে কাঞ্চন মল্লিকের এই নতুন ভূমিকা সম্পর্কে সংবাদমাধ্যমের কাছে ধরা দিয়ে বললেন, ‘আমি কিন্তু মোটেই রাঁধতে পারি না। তবে ভোজনরসিক হিসেবে আমার কিন্তু কোনো তুলনা নেই।’

কথায় কথায় নিজের ব্যক্তিজীবনের ঝাঁপি খুলতেও বিন্দুমাত্র পিছপা হলেন না কাঞ্চন। বললেন, ‘রান্নার মধ্যে চা, ম্যাগি অবধি টেনেটুনে যেতে পারি। তবে রান্নাঘরে আমি কিন্তু খুব ভালো জোগাড়ে। যেমন ধরুন, রান্নাঘরে জোগাড়ের কাজে নেমে দারুণ মাংস ম্যারিনেট করতে পারি। আটা, ময়দা মাখতে পারি। এমনকি রুটি, পরোটা লুচিও করতে পারি। তেকোনা নিমকিও বানাতে পারি। আসলে বিবাহিত পুরুষ রান্নাঘরে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিষয়টাই অন্য রকম আনন্দের।’

স্ত্রী পিংকির রান্নাঘরেও মাঝেমধ্যে যে তাঁকে ঢুকতে হয়, সে কথা জানিয়ে কাঞ্চন বললেন, ‘তা না হলে গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে তো!’ তবে রান্না করাটা যেমন আর্ট, তেমনি রান্নাঘরে হেল্প করাটাও একটা আর্ট বলে মনে করেন কাঞ্চন। জীবনে নাকি একবার রান্না নিয়ে বেশ ফেঁসেছিলেন তিনি। বললেন, ‘একদিন বাড়িতে কাজের মাসি আসেনি, বউও বাড়ি নেই। মেয়ের জ্বর আর বাবা চোখে দেখেন না। ফলে রান্না করতে ঢুকতে হলো রান্নাঘরে। তবে সে যাত্রা আলু সেদ্ধ আর ভাত করেই চালিয়ে নিয়েছিলাম।’

তবে রান্না নিয়ে বেশি এক্সপেরিমেন্টের মধ্যে নেই কাঞ্চন। বললেন, ‘আমি বাপু বাঙালি মানুষ, সাদামাটা খাবারেই খুশি।’ তবে স্ত্রী পিংকি রান্না নিয়ে বেশ এক্সপেরিমেন্ট করে ভালো ভালো খাবার তৈরি করে সে কথাটাও ফাঁক বুঝে জানিয়ে রাখতে ভুললেন না।

কথা প্রসঙ্গে বললেন, ‘আমার ছানা (ছোট ছেলে) বড়ই ভালো। ওর রান্নায় খুব ইন্টারেস্ট। ছানা দিব্য মায়ের কোলে চেপে অমলেটের ডিম ফাটিয়ে চাটুতে ঢালে, ম্যাগিতে মেশায়। ফলে আমার কাজ অনেকটাই সেভ করে দেয় আমার ছানা।’

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত