‘আমি বিরক্ত, শ্রীলংকার ক্রিকেট খেলা দেখতে চাই না’
অর্জুনা রানাতুঙ্গার হাত ধরে ১৯৯৬ সালে ওয়ানডে বিশ্বকাপ জয় করেছিল শ্রীলংকা। সাবেক এ অধিনায়ক এখন শ্রীলংকার প্রতি এতই বিরক্ত যে খেলা দেখা বন্ধ করে দিয়েছেন।
কয়েকদিন আগে তিনি দাবিও করেন, ২০১১ বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে ইচ্ছা করে ম্যাচ হেরেছে লঙ্কানরা। গৌতম গাম্ভীর অবশ্য প্রমাণ চেয়েছিলেন। পরবর্তীকালে পরিস্থিতি ঠান্ডা হয়। শ্রীলংকায় এখন ভারত খেলতে এসেছে। আজ কলম্বোয় দ্বিতীয় টেস্ট শুরু হবে। রানাতুঙ্গার এ ব্যাপারে কোনো আগ্রহ নেই।
৫৩ বছর বয়সী রানাতুঙ্গা মনে করেন, শ্রীলংকান সরকার ক্রিকেটকে বাঁচাতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, সত্যি কথা বলতে আমি আর ক্রিকেট দেখতে চাই না। পত্রিকা দেখে শুধু খবরটি জানি। আর আমার এ ব্যাপারে কোনো আগ্রহ নেই।
রানাতুঙ্গা এখন শ্রীলংকার রাজনীতির সঙ্গে জড়িত। তিনি অবশ্য ২০০৮ সালে ক্রিকেটের প্রশাসকও ছিলেন। তিনি আরও বলেন, গত নির্বাচনের পর আমি শ্রীলংকার ক্রিকেটের পতন দেখে চলেছি। আমি খুবই হতাশ। আমার কথা সরকারের পক্ষ থেকে মনোযোগ দিয়ে শোনা হয় না। এজন্য আমি আরও আগ্রহ হারিয়েছি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন