‘আমি বিরক্ত, শ্রীলংকার ক্রিকেট খেলা দেখতে চাই না’

অর্জুনা রানাতুঙ্গার হাত ধরে ১৯৯৬ সালে ওয়ানডে বিশ্বকাপ জয় করেছিল শ্রীলংকা। সাবেক এ অধিনায়ক এখন শ্রীলংকার প্রতি এতই বিরক্ত যে খেলা দেখা বন্ধ করে দিয়েছেন।
কয়েকদিন আগে তিনি দাবিও করেন, ২০১১ বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে ইচ্ছা করে ম্যাচ হেরেছে লঙ্কানরা। গৌতম গাম্ভীর অবশ্য প্রমাণ চেয়েছিলেন। পরবর্তীকালে পরিস্থিতি ঠান্ডা হয়। শ্রীলংকায় এখন ভারত খেলতে এসেছে। আজ কলম্বোয় দ্বিতীয় টেস্ট শুরু হবে। রানাতুঙ্গার এ ব্যাপারে কোনো আগ্রহ নেই।
৫৩ বছর বয়সী রানাতুঙ্গা মনে করেন, শ্রীলংকান সরকার ক্রিকেটকে বাঁচাতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, সত্যি কথা বলতে আমি আর ক্রিকেট দেখতে চাই না। পত্রিকা দেখে শুধু খবরটি জানি। আর আমার এ ব্যাপারে কোনো আগ্রহ নেই।
রানাতুঙ্গা এখন শ্রীলংকার রাজনীতির সঙ্গে জড়িত। তিনি অবশ্য ২০০৮ সালে ক্রিকেটের প্রশাসকও ছিলেন। তিনি আরও বলেন, গত নির্বাচনের পর আমি শ্রীলংকার ক্রিকেটের পতন দেখে চলেছি। আমি খুবই হতাশ। আমার কথা সরকারের পক্ষ থেকে মনোযোগ দিয়ে শোনা হয় না। এজন্য আমি আরও আগ্রহ হারিয়েছি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন