‘আমি বিয়ে করব না, স্কুলে যেতে চাই’
‘আমি বিয়ে করব না, স্কুলে যেতে চাই। বাবা-মা আমার ভাল চায় না। তারা টাকার কাছে বেচা গিয়ে (হয়ে) আমারে বুড়ো বরের ঘরের পাঠাতে চায়।’
সোমবার দুপুরে রায়পুর উপজেলার চরমোহনা গ্রামের চতুর্থ শ্রেণির ছাত্রী নাসরিন বাল্যবিয়ে থেকে বাঁচতে সাংবাদিকদের কাছে এভাবেই আকুতি জানায়।
চরমোহনা গ্রামে বাল্যবিয়ে হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে গেলে এলাকাবাসী জানান, নাসরিন চরমোহনা সুলতানীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। তার পিতা আহছান উল্যা পাশের গ্রামের কাজি বাড়ির রুহুল আমিন কাজির প্রবাসী ছেলে সোহাগের সঙ্গে বিয়ে ঠিক করে।
সোমবার বিয়ে উপলক্ষে সব আয়োজনও সম্পন্ন করা হয়। দলে দলে অতিথি আসতে দেখে নাসরিন অবিরাম কান্না শুরু করে।
এই খবর রটে যায় নাসরিনের বান্ধবীসহ প্রতিবেশীদের কাছে। কিছুতেই নাসরিন বিয়ে করবে না। পিতা মেয়েকে মেরে কেটে নদীতে ভাসিয়ে দেবে এমন হুংকারে নিরুপায় নাসরিন।
এক পর্যায়ে এ বাল্যবিয়ে বন্ধ করতে সচেতন এলাকাবাসী নাসরিনের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে। শিশু নাসরিনের বাবার একগুঁয়েমি আচরণে নির্বাক হয়ে ফিরে আসেন শিক্ষক আব্দুল মান্নান। পরে এলাকার মেম্বার ও সাংবাদিকদের কাছে খবর পৌঁছে যায়। ইউপি মেম্বার, গ্রামপুলিশ ও সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে অন্য একটি প্রাপ্তবয়স্ক মেয়েকে কনে সাজিয়ে দেখানোর চেষ্টা করেন নাসরিনের মা-বাবা।
এসময় সেখানে জড়ো হওয়া এলাকাবাসীর একজন চুপিসারে সাংবাদিকদের বিষয়টি নজরে আনলে বন্ধ হয় বিয়ের সব আয়োজন।
এসময় শিশু নাসরিন বলেন, ‘আমি বিয়ে করব না, স্কুলে যেতে চাই। বাবা-মা আমার ভাল চায় না। তারা টাকার কাছে বেচা গিয়ে (হয়ে) আমারে বুড়ো বরের ঘরের পাঠাতে চায়। আমাকে বাঁচান সাংবাদিক ভাইরা।’
চরমোহনা সুলতানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান বলেন, মেয়েটি আমার স্কুলের মেধাবী ছাত্রী। মেয়েটির সহপাঠিদের কাছ থেকে খরব পেয়ে আমি সঙ্গে সঙ্গে তার পরিবারের সঙ্গে যোগাযেগ করে বিয়ে বন্ধ রাখতে অনুরোধ করি।
সহকারী কমিশনার ভূমি বলেন, আমি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাইরে ছিলাম। এলাকার গ্রাম পুলিশ ও ইউপি সদস্যকে পাঠিয়ে মেয়েটির বিয়ে বন্ধ করতে নির্দেশ দিয়েছি।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন