আমি ব্যর্থ না সফল প্রধানমন্ত্রীই ভাল জানেন
‘আমি ব্যর্থ না সফল প্রধানমন্ত্রীই ভাল জানেন’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বুধবার জাতীয় প্রেসক্লাবের মুজিবসেনা ঐক্যলীগ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘জেল হত্যা দিবসের’ আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
দিপন হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও সিপিবি-বাসদের নেতারা আপনার ব্যর্থতার জন্য পদত্যাগ দাবি করেছেন এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি ব্যর্থ না সফল তা আমার প্রধানমন্ত্রী, এবং দেশের জনগণই সেটা ভাল জানেন।
আইনশৃংঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার জন্য স্বাধীনতা বিরোধীরা বার বার আক্রমন করছে দাবী করে তিনি বলেন, এরা পরাজিত সৈনিক এদের গোড়া একটাই, এরা দেশকে অস্থিতিশীল করতে চায়।
সাংবাদিকের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বাসায় বসে নেই। আইনশৃংঙ্খলা বাহিনী ও গোয়েন্দারা কাজ করে যাচ্ছে। সকল ঘটনার ৭০ ভাগ অপরাধীদের আমরা চিহিৃত করতে পেরেছি। বাকিদেরও আইনের আওতায় আনা হবে।
এর আগে আলোচনা সভায় তিনি বলেন ঢাকা কারাগারে জাতীয় চার নেতার স্মৃতিকে ধরে রাখার জন্য একটি স্মৃতি জাদুঘর তৈরি করা হবে।
আয়োজক সংগঠনের সভাপতি সালমাল আহমেদ খাঁন রিজবী’র সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, বাংলাদেশ আওয়ামী লীগের সহ-সম্পাদক এম এ করিম, মুজিবসেনা ঐক্যলীগের উপদেষ্টা হোসনে আরা বাবলী, মুজিবসেনা ঐক্যলীগের সাংগঠনিক সম্পাদক মো: কামাল উদ্দিন হাওলাদার প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষ
সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়াবিস্তারিত পড়ুন
ফ্রান্স-ইসরায়েল ম্যাচের আগে বিক্ষোভে উত্তাল প্যারিস
উয়েফা নেশন্স লিগে ফ্রান্স-ইসরায়েল ম্যাচের আগে ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল হয়েবিস্তারিত পড়ুন
আসিফ নজরুল: কোনো অজুহাতেই জঙ্গিবাদ অ্যালাউ করতে পারি না
কোনোভাবেই কোনো অজুহাতেই, কোনো মোড়কেই জঙ্গিবাদ বা উগ্রবাদকে অ্যালাউ করতেবিস্তারিত পড়ুন