‘আমি মাহমুদউল্লাহ রিয়াদকে দলে ফিরিয়েছি’
দলে সুযোগ পান ইমরুল-সৌম্য বারবার ব্যর্থ হওয়ার পরও। অন্যদিকে, দল থেকে বাদ পড়েন অভিজ্ঞ রিয়াদ-মুমিনুল। এসবের পেছনে নাকি মূল ভূমিকায় প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজে দলে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমদিকে দলে ছিলেন না মুমিনুল হকও। কিন্তু পরে মোসাদ্দেক হোসেন সৈকত ইনজুরিতে থাকায় মুমিনুলকে দলে নেয়া হয়েছিল।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আসন্ন সাউথ আফ্রিকা সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ট্রেলিয়া সিরিজে না থাকলেও এই দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে, কার সিদ্ধান্তে। কোচ না প্রধান নির্বাচকের?
এ বিষয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘আমি মাহমুদউল্লাহ রিয়াদকে দলে ফিরিয়েছি। এই সিরিজের জন্য তাকে প্রয়োজন মনে করছি। সাকিব নেই। দলে অভিজ্ঞ খেলোয়াড় প্রয়োজন। মাহমুদউল্লাহ বাউন্সি উইকেটে ভালো খেলে। গত বিশ্বকাপে সে বাউন্সি উইকেটে ভালো করেছিল। এজন্য আমি রিয়াদকে এই সিরিজে উপযুক্ত মনে করেছি। আশা করছি সে ভালো করবে’।
আগামী ২৮ সেপ্টেম্বর সাউথ আফ্রিকার মাটিতে শুরু হবে বাংলাদেশ-সাউথ আফ্রিকা সিরিজ। এই সিরিজে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মূল সিরিজ শুরুর আগে ২১-২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচ।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন