‘আমি যে দলে খেলি সে দলেই তারকা বেশি থাকে’
শুধু বাংলাদেশেই নন, বিশ্বক্রিকেটের অন্যতম বড় তারকা তিনি। একসময় তো তিন ঘরানার ক্রিকেটেই বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসান। সেই আসনটি হারালেও এখনো তাঁর উপস্থিতি মানেই যে কোনো দলের শক্তি অনেকখানি বেড়ে যাওয়া। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার তিনি খেলবেন ঢাকা ডায়নামাইটসের হয়ে।
সাকিবের এই দলে এবার তারকার ছড়াছড়ি। শ্রীলঙ্কার দুই কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের পাশাপাশি আছেন অলরাউন্ডার সিকুগে প্রসন্ন। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল ও এভিন লুইস, ইংল্যান্ডের রবি বোপারা, দক্ষিণ আফ্রিকান ওয়েন পার্নেল, পাকিস্তানি লেগ স্পিনার উসামা মীর।
দলে এত তারকার উপস্থিতি অধিনায়ক সাকিবের আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দেবে। সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনেকটা হাসির ছলে তিনি বলেন, ‘আমি যে দলে খেলি সে দলে তারকা বেশি থাকে। তা আমি বুঝি না (হেসে বলেন)। গত বছর রংপুরে খেলেছিলাম, সেবারও অনেক তারকা খেলোয়াড় ছিল সে দলে। অবশ্য আমি মনে করি সে দলটিই ভালো, যারা মাঠে ভালো খেলবে।’
নতুন সূচিতে মঙ্গলবার থেকে আবার বিপিএল শুরু হচ্ছে। এ সূচিতে নেই খুব একটা বিরতি। এ সম্পর্কে ঢাকা অধিনায়ক বলেন, ‘আসলে বৃষ্টির ওপর কারো হাত নেই। বৃষ্টির কারণেই নতুন সূচি হয়েছে, যেখানে কোনো বিরতি নেই। তবে বিরতি থাকলে ভালোই হতো।’
আগামীকাল দ্বিতীয় ম্যাচে ঢাকা ডায়নামাইটস ও বরিশাল বুলস মুখোমুখি হবে। ম্যাচটি সন্ধ্যা ৭টায় শুরু হবে। দিনের অন্য ম্যাচে লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও চিটাগং ভাইকিংস। বেলা ২টায় শুরু হবে ম্যাচটি। দুটি ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন