‘আমি যে বাংলাদেশ টেস্ট দলের একনম্বর ওপেনার ছিলাম, এটাই শান্তি’

২০০৭ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেললেও জাবেদ ওমর বেলিম অবসর নিয়েছেন দু’বছর হল। খোলামেলা কথা বলেছেন সাবেক ওপেনার জাভেদ ও তার স্ত্রী রুকসানা জাভেদ বেলিম (সায়েবা)-
প্রশ্ন : খেলোয়াড়ি জীবনের সময়টা এখন কিভাবে নাড়া দেয়?
জাভেদ : বাংলাদেশ দলের জার্সি গায়ে দেয়াটা মিস্ করি। সবচেয়ে বেশি মনে পড়ে জয়ের পর ড্রেসিংরুমের পরিবেশটা।
সায়েবা : এখনও বাংলাদেশ দলের খেলা হলে আমি জাভেদকে মিস্ করি। বিশেষ করে মিস্ করি আমার ছেলে দাইয়ান জাভেদের
জন্য। ও তার বাবার খেলা দেখতে পায়নি। জাভেদ ছেলেকে বোঝায়, ক্রিকেটার হতে হলে অনেক বেশি পরিশ্রম করতে হবে।
প্রশ্ন : ব্যাটিংয়ে নামার সময় গ্যালারি থেকে জাভেদ বলে চিৎকার কী এখনও কানে বাজে?
জাভেদ : এই অনুভূতি একদম আলাদা। ২০-২৫ হাজার দর্শক আমাকে ডাকছে। আমার দায়িত্ব তখন বেড়ে যেত।
সায়েবা : জাভেদ ছিল ওপেনার। ও ব্যাটিংয়ে নামার সময় আমার গর্ব হতো। ভয়ও কাজ করত। ওর খেলা দেখতে মাঠে যেতে না পারলে ভালো লাগত না। অনেকেই আবার বলত, বউ মাঠে গেলে ভালো খেলা হবে না। সব মিলিয়ে জাভেদের মাঠে নামাটা আমার কাছে অন্যরকম ছিল।
প্রশ্ন : ক্রিকেটে এখন অনেক অর্থ। আফসোস হয় না?
জাভেদ : অনেকেই আমাকে একথা বলেছে। কিন্তু আমি এ নিয়ে মোটেও চিন্তা করি না। আমি দেশের ক্রিকেটের সেরা সময়ে খেলেছি। এখন খেললে হয়তো পরিস্থিতি ভিন্ন হতো। আগে ৬৫ রান করলে চলত। এখন যদি খেলতাম, তাহলে হয়তো ৬৫ রান করলেও সবাই বলত, জাভেদের জন্য হেরেছে। আমি যে বাংলাদেশ টেস্ট দলের একনম্বর ওপেনার ছিলাম, এটাই শান্তি।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন