‘আমি সালমানের বাল্যবন্ধু, বন্ধুর প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতার জায়গা থেকেই সামিরাকে বিয়ে করেছি’

সালমান আত্মহত্যা করেনি, সামিরার পরিবারই তাকে খুন করেছে- রাবেয়া সুলতানা রুবি নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশি নারীর এমন স্বীকারোক্তি সালমান শাহ হত্যা মামলাটি নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। এই রুবি নিজেও সালমান হত্যার একজন আসামী। তবে অভিযোগের প্রধান তীর স্ত্রী সামিরার দিকেই আছে।
সালমানের মৃত্যুর পর সামিরাকে বিয়ে করেন সালমানের বাল্যবন্ধু মোস্তাক ওয়াইজ। তবে তার আগে থেকেই তাদের মধ্যে পরকীয়ার গুঞ্জন শোনা যায়। বর্তমানে এই দম্পতির ঘরে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। জানা যায়, থাইল্যান্ড নয়, বাংলাদেশেই বসবাস করছেন তারা।
প্রয়াত বন্ধুর স্ত্রীকে বিয়ে প্রসঙ্গে মোস্তাক বলেন, ‘আমি সালমানের বাল্যবন্ধু। আসলে আমি আমার বন্ধুর প্রতি ভালোবাসা থেকেই সামিরাকে পরে বিয়ে করেছি। ইমনের (সালমান শাহ) মৃত্যুর পর সামিরার জীবনটা অনেকে বিষিয়ে তুলেছিল। সেই পরিস্থিতি থেকে তাকে বাঁচাতে দায়বদ্ধতার জায়গা থেকেই ওকে বিয়ে করেছি।’
পরকীয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সামিরার সঙ্গে আমার পরকীয়ার প্রশ্নই আসে না। কারণ সামিরা আমার বন্ধু সালমান শাহর স্ত্রী। তাদের লাভ ম্যারেজ ছিলো। সেখানে আমার সঙ্গে কেন পরকীয়া হবে? তাছাড়া সামিরা আমাকে বিয়ে করতে চায়নি। আমাদের দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন