আমি হাওয়ায় উড়ি না : অঙ্কুশ
‘দেখুন, আমি খুব বাস্তববাদী মানুষ। আমি হাওয়ায় উড়ি না। আবার অবসাদেও ভুগি না। একটা সময় এক বছর-দেড় বছর পর পর ছবি করতাম। এখন সেই পরিস্থিতি অবশ্য অনেকটাই পাল্টে গেছে’, নিজের হালচাল নিয়ে এভাবেই বললেন টলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক অঙ্কুশ।
তিনি বলেন, ‘আসলে একজন অভিনেতার একটাই চাহিদা থাকে, তা হলো সব সময়ই তাঁর কাজ যেন থাকে। সেই চাহিদা আমারও ছিল। এখন কাজের চাপ বেড়েছে। তবে আমি বাস্তববাদী। আমি কোনো কিছুকেই মাথায় তুলতে চাই না। যদি কোনো দিন জীবনে খারাপ সময় আসে, পরিস্থিতির চাপে যদি আমার ঘরবাড়ি বিক্রি করতে হয় করব, তার পর আবার ঠান্ডা মাথায় পরবর্তী পদক্ষেপের চিন্তা করব। তবে আমি বরাবরই কঠোর বাস্তবকে বিশ্বাস করি। নিজের বুদ্ধিমত্তার ওপর ভরসা রাখি।’
নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে অঙ্কুশ বলেন, ‘সিনেমা জগতে আসার পর বুঝতে শিখেছিলাম, কোনটা ভালো আর কোনটা খারাপ। কার কাছে গেলে কাজ হবে, সেটাও শিখে গিয়েছিলাম। প্রথম দিকে অনেক অফার এসেছে, আমি করিনি। ভালো কাজের জন্য অপেক্ষা করেছি। একদিন সেই অপেক্ষার সুফলও পেয়েছি।’
ক্যারিয়ারে প্রতিযোগী বলে কোনো শব্দতে বিশ্বাস করেন না অঙ্কুশ। বললেন, ‘কেউ কারো জায়গা নিতে পারে না। কেউ যদি সিনেমা জগৎ থেকে আউট হয়ে যান, তাঁর জন্য তিনি নিজেই দায়ী থাকেন। আমি আমার নিজের সীমার মধ্যে থাকতে ভালোবাসি।’
ব্যক্তিগত জীবন নিয়ে অঙ্কুশ বললেন, ‘নতুন করে প্রেম হওয়া অসম্ভব। তা ছাড়া খেজুরে আলাপ আমার দ্বারা হয় না। আমি পার্টি বা ডিস্কোতেও খুব একটা যাই না। তবে ঐন্দ্রিলার সঙ্গে আমার সম্পর্ক মানুষ সম্মান করে। ওই সম্পর্ক নিয়ে কখনো বিতর্ক সৃষ্টি হয়নি। ঐন্দ্রিলা খুব ভালো মেয়ে। আমার সুখ-দুঃখের সাথি।’
বর্তমানে বাংলা ছবির অবস্থা সম্পর্কে বলতে গিয়ে অঙ্কুশের কথা, ‘বাংলা ছবির অবস্থা এমনিই খারাপ। এ টু জেড কারো ছবিই তেমনভাবে চলছে না। আমি কিছু লুকাই না। আমার ক্যারিয়ারে কোনো ব্লকবাস্টার নেই। অবশ্য এর অন্যতম কারণ, এখন আর ব্লকবাস্টারের যুগটাই নেই।’
সিনেমা দেখতে রঙচঙে হলেও এই জায়গাটা কঠোর, এমনটাই মনেপ্রাণে হিসেবে রাখেন তিনি। এ বিষয়েই শেষটায় বলেন, “এখানে ছবি না চললে মুখের ওপর বলে দেবে, ‘বস, তুমি চলছ না, তুমি এসো।’ দরকার পড়লে ফের ডাকব।”
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন