শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আমেরিকানরা অভিবাসী হয়েই জন্মগ্রহণ করেছে

আমেরিকানরা অভিবাসী হয়েই জন্মগ্রহণ করেছে, এটাই আমাদের গর্বের পরিচয়। অভিবাসনই যুক্তরাষ্ট্রের ঐতিহ্য। অভিবাসী নেই বিশ্বের এমন কোনো রাষ্ট্র খুঁজে পাওয়া যাবে না। কিন্তু যুক্তরাষ্ট্র সেসব দেশের চেয়ে ঊর্ধ্বে। অভিবাসীরাই মার্কিন যুক্তরাষ্ট্রকে পুনরুজ্জীবিত করেছে।

মঙ্গলবার অভিবাসীদের নাগরিকত্ব প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। খবর এএফপি ও ওয়াশিংটন পোস্টের। এদিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভ মিউজিয়ামে অভিবাসীদের উদ্দেশে বক্তব্য দেন ওবামা। সেখানে ইরাক, ইথিওপিয়া, উগান্ডাসহ প্রায় ২২টি দেশের অভিবাসীরা মার্কিন নাগরিক হিসেবে শপথ নিয়েছেন।

বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসনকে দেশটির সবচেয়ে ‘পুরনো ঐতিহ্য’ আখ্যায়িত করে ওবামা বলেন, মার্কিন ভূখণ্ডে প্রথম যারা বসতি গড়েছিলেন, তারাই ছিলেন অভিবাসী, তীর্থযাত্রী। এমনকি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার সনদে স্বাক্ষর করা ব্যক্তিদের আটজনই ছিলেন অভিবাসী। গত দুই শতাব্দী ধরে এটা আমাদের জাতীয় চরিত্র রূপে প্রতিষ্ঠিত হয়েছে। এটা আমাদের সবেচেয়ে প্রাচীন ঐতিহ্য।

এই জিনিসটাই আমাদেরকে ব্যতিক্রম করে তুলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র সব সময় অভিবাসীদের স্বাগত জানিয়েছে উল্লেখ করে ওবামা বলেন, এক প্রজন্ম দুই প্রজন্ম যাওয়ার পরে আমাদের আর কারও মনে থাকে না আমরা কোথা থেকে এসেছি। যুক্তরাষ্ট্রের অভিবাসীরাই দেশের মুখকে উজ্জ্বল করেছে। এজন্য ইতিহাস ঐতিহ্যকে বলি দিয়ে আমি অভিবাসী প্রবেশে বাধা সৃষ্টি করতে পারি না। ওবামা নিজেই যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থান করেছিলেন। কেনিয়া থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়া পিতার সন্তান ওবামা। এমনকি ওবামার মাও ইন্দোনেশিয়ায় বাস করতেন।

এদিকে রিপাবলিকান দল থেকে মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে বলেছিলেন, মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা উচিত। তার এ বক্তব্যের প্রতিবাদ করেই যেন প্রেসিডেন্ট ওবামা বলেন, আমরা কখনও এটা বলে শেষ করতে পারব না যে অভিবাসী ও শরণার্থীরা যুক্তরাষ্ট্রকে পুনরুজ্জীবিত করেছে। ওই বক্তব্যে ওবামা ইসলামিক স্টেটকে রুখতে তার কর্মপদ্ধতিও ব্যাখ্যা করেছেন, পাশাপাশি দেশে ধর্মীয়সহিষ্ণুতা বাড়াতে সবাইকে আহ্বান জানিয়েছেন। সম্প্রতি হোয়াইট হাউস কিছু ক্ষেত্রে ভিসা পদ্ধতিতে কড়াকড়ি আরোপ করেছে। কিন্তু তারা শরণার্থীদের হুমকি হিসেবে দেখছে না।

ওবামার মতে, সমাজে চার্চে বা মসজিদে প্রার্থনা করলেও প্রকৃতপক্ষে আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ধর্ম ও বর্ণনির্বিশেষে প্রতিটি দেশপ্রেমিক নাগরিককে ধন্যবাদ জানান ওবামা।

এই সংক্রান্ত আরো সংবাদ

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল

আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬

ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন

ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন

  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের 
  • ভারতের সঙ্গে চুক্তিতে দেশের মানুষের আস্থা প্রয়োজন
  • ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের : কাদের
  • ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা ইসলামিক জিহাদের
  • প্রথম বিতর্কের পর ট্রাম্পের দিকে ঝুঁকছেন দোদুল্যমান ভোটাররা!
  • রেবন্ত রেড্ডি এবং চন্দ্রবাবু নাইডু বৈঠক নিয়ে নানা জল্পনা
  • স্টারমারের দুঃখ প্রকাশের পরও বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভ