আমেরিকায় কাল মাঠে নামছে সাকিবের জ্যামাইকা

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ম্যাচে আগামীকাল ড্যারেন স্যামির দল সেইন্ট লুসিয়া জোউকসের বিরুদ্ধে মাঠে নামছে সাকিব আল হাসানের দল জ্যামাইকা তালাওয়াশ। শনিবার ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায়।
সাকিবরা ইতোমধ্যে শেষ চারে খেলা নিশ্চিত করেছে। আট ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এখন সবার উপরে রয়েছে তারা। আর আট ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থানে আছে জোউকস।
এবারের আসরে জ্যামাইকা তালাওয়াশের হয়ে প্রতিটি ম্যাচেই খেলেছেন সাকিব আল হাসান। এখন পর্যন্ত ব্যাট হাতে তিনি ১৩০ রান করেছেন। এর মধ্যে একটি হাফ সেঞ্চুরি রয়েছে তার। বল হাতে তিনি নিয়েছেন ছয়টি উইকেট।
এই আসরে শুরু থেকেই দারুণ খেলছে জ্যামাইকা। এই দলের নেতৃত্বে রয়েছেন ব্যাটিং দানব ক্রিস গেইল। এই দলে খেলছেন কুমার সাঙ্গাকারা, ডেল স্টেইন ও আন্দ্রে রাসেলের মতো তারকারা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিলো জ্যামাইকা।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন