মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আম্পায়ার ধর্মসেনা ও ক্রিস গাফফানির ক্যারিয়ারে বিরুপ প্রভাব ফেলবে যে কারণগুলো

আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা) ও ক্রিস গাফফানি (নিউজিল্যান্ড)। বাংলাদেশ-ইংল্যান্ড প্রথম টেস্টে আম্পায়ারের দায়িত্বে রয়েছেন এই দুইজন। আম্পায়ার হিসেবে দুইজনের বিশ্বব্যাপী সুনাম রয়েছে। কিন্তু চট্টগ্রাম টেস্টে তাদের কয়েকটি ভুল সিদ্ধান্ত অবশ্যই তাদের ক্যারিয়ারে প্রভাব ফেলবে।

চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম দুইদিন মোট ১২টি রিভিউ নিয়েছে দুই দল। এর মধ্যে আটটি সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে, চারটি সঠিক প্রমাণিত হয়েছে। প্রথমদিন নেয়া হয় ৭টি ও দ্বিতীয় দিন নেয়া হয় ৫টি। ১২টি রিভিউ’র মধ্যে কুমার ধর্মসেনার সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নেয়া হয় ছয়টি ও ক্রিস গাফফানির সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নেয়া হয় ছয়টি।

কুমার ধর্মসেনার সিদ্ধান্তের বিরুদ্ধে যে রিভিউ নেয়া হয়েছে তার পাঁচটিতে সফল হয়েছে খেলোয়াড়রা। আর একটি সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয়েছে। ক্রিস গাফফানির ক্ষেত্রে তিনটি ভুল প্রমাণিত হয়েছে ও তিনটি সঠিক প্রমাণিত হয়েছে।

গতকাল তিনবার মঈন আলীকে ‘আউটের’ সিদ্ধান্ত দেন কুমার ধর্মসেনা। তিনবারই রিভিউ নিয়ে বেঁচে যান মঈন আলী। শুক্রবার সকালে স্টুয়ার্ট ব্রডের বিরুদ্ধে এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দেন কুমার ধর্মসেনা। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান ব্রড।

এদিন বাংলাদেশের প্রথম ইনিংসে মঈন আলীর ওভারে তামিম ইকবালকে আউটের সিদ্ধান্ত দেন ধর্মসেনা। তামিম রিভিউয়ের সিদ্ধান্ত নেন। তৃতীয় আম্পায়ার ‘নট আউট’ ঘোষণা দেন। বাংলাদেশ ইনিংসের ৬৫তম ওভারে মুশফিকুর রহিমের বিরুদ্ধে এলবিডব্লিউয়ের আবেদন করে ইংল্যান্ড। কিন্তু কুমার ধর্মসেনা তাতে সাড়া না দেয়ায় রিভিউ নেয় ইংলিশরা। এক্ষেত্রে কুমার ধর্মসেনার ‘নট আউটের’ সিদ্ধান্তই বহাল থাকে।

বৃহস্পতিবার ক্রিস গাফফানির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথমবার রিভিউ নেয় বাংলাদেশ। গ্যারি ব্যালান্সকে ফিল্ড আম্পায়ার ‘নট আউটের’ সিদ্ধান্ত দিলেও রিভিউ নিয়ে সফল হয় টাইগাররা। গাফফানির সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রিভিউও নেয় বাংলাদেশ। এক্ষেত্রে তার নট আউটের সিদ্ধান্তই বহাল থাকে।

শুক্রবার সকালে গাফফানির সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়ে বেঁচে যান আদিল রশীদ। তিনি আউটের সিদ্ধান্ত দিলেও তৃতীয় আম্পায়ার ‘নট আউট’ ঘোষণা করেন। পরে স্টুয়ার্ট ব্রডকে ‘নট আউটের’ সিদ্ধান্ত দিলেও রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ।

আইসিসি’র নিয়ম অনুযায়ী টেস্টে প্রতি ইনিংসে ৮০ ওভার পরপর দুইটি করে রিভিউ নেয়ার সুযোগ পাবে প্রত্যেকটি দল। তবে, রিভিউ নিয়ে সফল হলে দুইবারের চেয়ে বেশি নেয়া যাবে। কিন্তু দুইবার ব্যর্থ হলে সে দল ৮০ ওভারের মধ্যে আর রিভিউ নিতে পারবে না।

বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে গতকাল টস জিতে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে তারা ২৯৩ রান সংগ্রহ করে। শুক্রবার স্বাগতিক বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসের ব্যাটে নেমে পাঁচ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করে। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির