আরও খোলামেলা দৃশ্যে আপত্তি নেই জেরিন খানের
বিনোদন ডেস্ক: হেট স্টোরি-৩ তে বেশ কিছু সাহসী দৃশ্যে অভিনয় করেছিলেন জেরিন খান। এরপর আরও এমন দৃশ্যে অভিনয় করতে পারেন তিনি। আপত্তি নেই। কিন্তু সেই ছবিতে যদি উলটোদিকে বড় কোনও স্টার থাকেন, তবেই সেই সিন করার মানে আছে।
জেরিন জানিয়েছেন, যদি কোনও বড় স্টার থাকেন, তাহলে তার সাহসী দৃশ্য করা ঠিক। কারণ, তাহলেই একমাত্র “ওয়াও”, “ওহ মাই গড”, “লুকিং সো হট” জাতীয় কমেন্ট পাওয়া যায়। নাহলে মানুষ সেটা ভালোভালো নেয় না। অনেক ভুলভাল কমেন্ট করে। নিন্দা করে।
তবে জেরিন এও বলেছেন, তিনি এর মধ্যে পড়েন না। তিনি তাঁর কাজ করতে এসেছেন। সেটাই করবেন। এই সব ব্যাপার তাঁর উপর কোনও প্রভাব ফেলে না।
তিনি বলেন, আমরা হিপোক্র্যাট দেশে বাস করি। এখানে সাহসী দৃশ্য নিয়ে অনেক ছুঁৎমার্গ আছে। কিন্তু যারা এসব বলে, তারা নিজেরও এই দৃশ্যগুলি দেখা থেকে নিজেকে সরিয়ে রাখে না। হেট স্টোরি ছাড়াও জেরিনকে সম্প্রতি বীরাপ্পানে একটি আইটেম ডান্স করতে দেখা গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













